বিপিএল: একের পর এক চমক ঢাকার, এবার দিল নতুন ঘোষণা

বিপিএলের পরবর্তী আসর সামনে রেখে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। তারকা ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করার পাশাপাশি দলটি মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতারকে। এবার বিশ্বকাপজয়ী কোচ টবি রেডফোর্ডকে নিজেদের প্রধান কোচ হিসেবে ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।  বিপিএলের দ্বাদশ আসরে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন টবি রেডফোর্ড। তিনি ৮ বছর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কোচের পাশাপাশি সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। রেডফোর্ড ছিলেন সেই দলের সহকারী কোচ।  বাংলাদেশেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে রেডফোর্ডের। বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) কোচের দায়িত্বে ছিলেন তিনি। বিপিএল দিয়ে আবারও বাংলাদেশে দেখা যাবে তাকে।  নিলামের আগে খেলোয়াড় চুক্তিতেও বড় চমক ঢাকার। সরাসরি চুক্তিতে দলটি তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে দলে ভিড়িয়েছে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে অ্যালেক্স হেলস ও উসমান খানের সঙ্গে চুক্তি সম্পন্ন ঢাকা ক্যাপিটালসের।  বিপিএলের এবারের আসরে অংশ নেবে ৬ দল। এর আগে বিসিবি পাঁচ দলের বিপিএলের বিষয়টি

বিপিএল: একের পর এক চমক ঢাকার, এবার দিল নতুন ঘোষণা

বিপিএলের পরবর্তী আসর সামনে রেখে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। তারকা ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করার পাশাপাশি দলটি মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতারকে। এবার বিশ্বকাপজয়ী কোচ টবি রেডফোর্ডকে নিজেদের প্রধান কোচ হিসেবে ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। 

বিপিএলের দ্বাদশ আসরে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন টবি রেডফোর্ড। তিনি ৮ বছর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কোচের পাশাপাশি সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। রেডফোর্ড ছিলেন সেই দলের সহকারী কোচ। 

বাংলাদেশেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে রেডফোর্ডের। বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) কোচের দায়িত্বে ছিলেন তিনি। বিপিএল দিয়ে আবারও বাংলাদেশে দেখা যাবে তাকে। 

নিলামের আগে খেলোয়াড় চুক্তিতেও বড় চমক ঢাকার। সরাসরি চুক্তিতে দলটি তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে দলে ভিড়িয়েছে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে অ্যালেক্স হেলস ও উসমান খানের সঙ্গে চুক্তি সম্পন্ন ঢাকা ক্যাপিটালসের। 

বিপিএলের এবারের আসরে অংশ নেবে ৬ দল। এর আগে বিসিবি পাঁচ দলের বিপিএলের বিষয়টি চূড়ান্ত করলেও পরে এসে যুক্ত হয়েছে নোয়াখালী। এবারের বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো হলো―রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow