বিপিএল : কে হবেন নোয়াখালীর অধিনায়ক, জানালেন মালিক
বিপিএলে প্রথমবারের মতো অংশ নিতে এসে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। সরাসরি চুক্তিতে তারকাদের দলে ভেড়ানোর পর নিলামেও বেশ ভালো মানের ক্রিকেটার নেয় তারা। দলটির মালিক বজলুর রহমান রতন এবার আভাস দিয়েছেন কে হতে পারেন নোয়াখালীর অধিনায়ক। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা জিয়াউল হক পলাশের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে ফ্র্যাঞ্চাইজিটি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালীর ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান রতন। অধিনায়ক কে হবেন এমন প্রশ্নের জবাবে নোয়াখালীর মালিক বলেন, ‘জাকের আলীকে অধিনায়ক হিসেবে আমার পছন্দ না। জাকেরের থেকে আমি চাইবো নবিকে নিয়ে বা কুশাল মেন্ডিসকে নিয়ে। আমরা চেষ্টা করব তাদের থেকে কাউকে অধিনায়কত্ব দেয়ার। আমাদের সৌম্য সরকারও আছে।’ এর আগে, বিপিএলের পরবর্তী আসরকে সামনে রেখে আফগানিস্তানের পেসার বিলাল সামির সঙ্গে চুক্তি করেছে নোয়াখালী এক্সপ্রেস। আফগানদের হয়ে দুটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলা বিলাল কখনোই বিপিএলে খেলার সুযোগ পাননি। এখন পর্যন্ত ৩১ ম্যাচে ৪০ উইকেট শিকার করেছেন এই আফগান পেসার। বিলালের আগে নোয়াখালী
বিপিএলে প্রথমবারের মতো অংশ নিতে এসে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। সরাসরি চুক্তিতে তারকাদের দলে ভেড়ানোর পর নিলামেও বেশ ভালো মানের ক্রিকেটার নেয় তারা। দলটির মালিক বজলুর রহমান রতন এবার আভাস দিয়েছেন কে হতে পারেন নোয়াখালীর অধিনায়ক।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা জিয়াউল হক পলাশের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে ফ্র্যাঞ্চাইজিটি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালীর ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান রতন।
অধিনায়ক কে হবেন এমন প্রশ্নের জবাবে নোয়াখালীর মালিক বলেন, ‘জাকের আলীকে অধিনায়ক হিসেবে আমার পছন্দ না। জাকেরের থেকে আমি চাইবো নবিকে নিয়ে বা কুশাল মেন্ডিসকে নিয়ে। আমরা চেষ্টা করব তাদের থেকে কাউকে অধিনায়কত্ব দেয়ার। আমাদের সৌম্য সরকারও আছে।’
এর আগে, বিপিএলের পরবর্তী আসরকে সামনে রেখে আফগানিস্তানের পেসার বিলাল সামির সঙ্গে চুক্তি করেছে নোয়াখালী এক্সপ্রেস। আফগানদের হয়ে দুটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলা বিলাল কখনোই বিপিএলে খেলার সুযোগ পাননি। এখন পর্যন্ত ৩১ ম্যাচে ৪০ উইকেট শিকার করেছেন এই আফগান পেসার।
বিলালের আগে নোয়াখালী চুক্তি করে সংযুক্ত আরব আমিরাতের পেসার ইবরার আহমেদের সঙ্গে। জাতীয় দলে খুব বেশি সুযোগ না পেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত মুখ তিনি। ইবরার আবুধাবি টি-টেনে ডেকান গ্ল্যাডিয়েটর্স ও আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেছেন।
What's Your Reaction?