বিপিএল: টুর্নামেন্ট শুরুর আগেই মিলল বড় দুঃসংবাদ

আর কিছুদিন পর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। ওই আসরকে কেন্দ্র করে জমকালো উদ্বোধন অনুষ্ঠানের পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সমর্থকরাও অধীর আগ্রহে অপেক্ষায় ছিল বিপিএলের উদ্বোধন অনুষ্ঠান দেখার। তবে সমর্থকদের হতাশা করার মতোই এক খবর দিয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিপিএলের উদ্বোধন অনুষ্ঠান বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  বিজ্ঞপ্তিতে বিসিবি লিখেছে, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিল আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে সিলেটে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ১২তম আসরকে আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলকভাবে আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়ার সঙ্গে খেলোয়াড়, দর্শক, ম্যাচ অফিসিয়াল এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকল অংশীজনের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে গভর্নিং কাউন্সিল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব পক্ষের সার্বিক প্রস্তুতিও পরিকল্পনায় রয়েছে।’ সেই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘গণজমায়েত সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের ব

বিপিএল: টুর্নামেন্ট শুরুর আগেই মিলল বড় দুঃসংবাদ

আর কিছুদিন পর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। ওই আসরকে কেন্দ্র করে জমকালো উদ্বোধন অনুষ্ঠানের পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সমর্থকরাও অধীর আগ্রহে অপেক্ষায় ছিল বিপিএলের উদ্বোধন অনুষ্ঠান দেখার। তবে সমর্থকদের হতাশা করার মতোই এক খবর দিয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিপিএলের উদ্বোধন অনুষ্ঠান বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

বিজ্ঞপ্তিতে বিসিবি লিখেছে, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিল আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে সিলেটে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ১২তম আসরকে আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলকভাবে আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়ার সঙ্গে খেলোয়াড়, দর্শক, ম্যাচ অফিসিয়াল এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকল অংশীজনের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে গভর্নিং কাউন্সিল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব পক্ষের সার্বিক প্রস্তুতিও পরিকল্পনায় রয়েছে।’

সেই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘গণজমায়েত সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের বর্তমান নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, বড় জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠান বা উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হবে না।’

উদ্বোধন অনুষ্ঠান না হওয়ার বিষয়টি স্বীকার করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘উদ্বোধন অনুষ্ঠান হয়তো আমরা করব না। কেননা দেশের সার্বিক পরিস্থিতি পাশাপাশি নিরাপত্তা একটা বড় ব্যাপার এখানে। আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা ভালো করে চালানো। তো আমরা সবদিকে মনোযোগ রাখছি। তবে এ মুহূর্তে আমরা ক্রিকেটটাকে বেশি গুরুত্ব দিচ্ছি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow