বিপিএলের পরবর্তী আসরকে সামনে রেখে অংশগ্রহণকারী পাঁচ দল নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। নিলামের আগেই তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। ইতোমধ্যেই রাজশাহী তাদের প্রধান কোচের নাম প্রকাশ করেছে। এবার জাতীয় দলের তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী। বাংলাদেশের জার্সিতে এখন অবধি ৪২ টি-টোয়েন্টিতে ১২৮ স্ট্রাইকরেটে করেছেন ১০৫৬ রান।
বিপিএলে তামিমের স্ট্রাইকরেট আরও ভালো। ৩ দলের হয়ে এখন পর্যন্ত ২৬ ইনিংসে ১৩৭ স্ট্রাইকরেটে রান করেছেন ৮৮০। বিশেষ করে সবশেষ আসরে ঢাকার হয়ে ব্যাট করেছেন ১৪০-এরও বেশি স্ট্রাইকরেটে। ১২ ম্যাচে ৪৪ গড়ে করেছিলেন ৪৮৫ রান।
এর আগে, বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করে বিসিবি। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।
বিপিএলে অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পরই কাজে নেমে পড়েছে রাজশাহী। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক জাতীয় ওপেনার ও বিসিবির সাবেক নির্বাচক হান্নান সরকার। বর্তমানে বিসিবির অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে কাজ করছেন তিনি।

6 hours ago
3









English (US) ·