বিপিএল: বিদেশি লেগস্পিনারকে দলে ভেড়াল চট্টগ্রাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে দলগুলো নিজেদের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছে। আসন্ন বিপিএলে নতুন মালিকানায় অংশ নিচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম রয়্যালস নামে অংশ নেবে তারা। বিপিএলের পরবর্তী আসরকে সামনে রেখে বিদেশি লেগস্পিনারকে সরাসরি চুক্তির মাধ্যমে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে চট্টগ্রামের জার্সিতে খেলবেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। এর আগেও বিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২৩ বিপিএলে কুমিল্লার জার্সিতে খেলেছিলেন তিনি। তবে সে সময় তেমন সুবিধা করতে পারেননি আবরার। পিএসএল ও বিপিএলের বাইরে কেবল মেজর লিগ ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে আবরারের। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১০ টেস্ট, ১৪ ওয়ানডে এবং ২৭ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২৭ টি-টোয়েন্টিতে তার শিকার ৩৩ উইকেট। ঘরোয়া টি-টোয়েন্টি খেলেছেন ৭৩টি, উইকেট পেয়েছেন ৯০টি। উল্লেখ্য, বিপিএলের এবারের আসরে অংশ নেবে ৬ দল। এর আগে বিসিবি পাঁচ দলের বিপিএলের বিষয়টি চূড়ান্ত করলেও পরবর্তীতে এসে যুক্ত হয়েছে নোয়াখালী। এবারের বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো হলো : রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাই
বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে দলগুলো নিজেদের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছে। আসন্ন বিপিএলে নতুন মালিকানায় অংশ নিচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম রয়্যালস নামে অংশ নেবে তারা। বিপিএলের পরবর্তী আসরকে সামনে রেখে বিদেশি লেগস্পিনারকে সরাসরি চুক্তির মাধ্যমে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে চট্টগ্রামের জার্সিতে খেলবেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। এর আগেও বিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২৩ বিপিএলে কুমিল্লার জার্সিতে খেলেছিলেন তিনি। তবে সে সময় তেমন সুবিধা করতে পারেননি আবরার।
পিএসএল ও বিপিএলের বাইরে কেবল মেজর লিগ ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে আবরারের। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১০ টেস্ট, ১৪ ওয়ানডে এবং ২৭ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২৭ টি-টোয়েন্টিতে তার শিকার ৩৩ উইকেট। ঘরোয়া টি-টোয়েন্টি খেলেছেন ৭৩টি, উইকেট পেয়েছেন ৯০টি।
উল্লেখ্য, বিপিএলের এবারের আসরে অংশ নেবে ৬ দল। এর আগে বিসিবি পাঁচ দলের বিপিএলের বিষয়টি চূড়ান্ত করলেও পরবর্তীতে এসে যুক্ত হয়েছে নোয়াখালী। এবারের বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো হলো : রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।
What's Your Reaction?