বিপিএল মাঝপথে রেখে পাকিস্তানে ফিরলেন মোহাম্মদ আমির
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে সিলেট টাইটান্সের হয়ে পুরো টুর্নামেন্ট খেলার কথা থাকলেও হঠাৎ করেই বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে ফিরে গেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটান্স কর্তৃপক্ষ।
সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টোয়েন্টি শেষ করে বিপিএলে যোগ দিয়েছিলেন আমির। শুরু থেকেই নিয়মিত একাদশে ছিলেন তিনি এবং বল হাতে সিলেটের তিনটি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে টুর্নামেন্ট চলাকালেই দল ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন এই বাঁহাতি পেসার।
সিলেট টাইটান্সের বিবৃতিতে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী আমিরকে তার পারিশ্রমিকের ৭০ শতাংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। একই সঙ্গে দলের আরেক পাকিস্তানি ক্রিকেটার সাইম আইয়ুবও বাংলাদেশ ছেড়েছেন। সাইম চারটি ম্যাচ খেলেছেন এবং সেই ম্যাচগুলোর পারিশ্রমিকও তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সাইম আইয়ুবের দেশে ফেরার কারণ অবশ্য পরিষ্কার। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন তিনি। সিরিজ শেষ হলে আবার সিলেট টাইটান্সে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে তার।
তবে মোহাম্মদ আমিরের ক্ষেত্রে বিষয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে সিলেট টাইটান্সের হয়ে পুরো টুর্নামেন্ট খেলার কথা থাকলেও হঠাৎ করেই বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে ফিরে গেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটান্স কর্তৃপক্ষ।
সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টোয়েন্টি শেষ করে বিপিএলে যোগ দিয়েছিলেন আমির। শুরু থেকেই নিয়মিত একাদশে ছিলেন তিনি এবং বল হাতে সিলেটের তিনটি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে টুর্নামেন্ট চলাকালেই দল ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন এই বাঁহাতি পেসার।
সিলেট টাইটান্সের বিবৃতিতে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী আমিরকে তার পারিশ্রমিকের ৭০ শতাংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। একই সঙ্গে দলের আরেক পাকিস্তানি ক্রিকেটার সাইম আইয়ুবও বাংলাদেশ ছেড়েছেন। সাইম চারটি ম্যাচ খেলেছেন এবং সেই ম্যাচগুলোর পারিশ্রমিকও তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সাইম আইয়ুবের দেশে ফেরার কারণ অবশ্য পরিষ্কার। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন তিনি। সিরিজ শেষ হলে আবার সিলেট টাইটান্সে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে তার।
তবে মোহাম্মদ আমিরের ক্ষেত্রে বিষয়টি কিছুটা অস্পষ্ট। ঠিক কী কারণে তিনি বিপিএল ছেড়ে ফিরে গেলেন, সে বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি। এবারের বিপিএলে আমির মোট ছয়টি ম্যাচ খেলে চারটি উইকেট শিকার করেন।
হঠাৎ এই বিদায়ে সিলেট টাইটান্সের বোলিং আক্রমণে কী প্রভাব পড়ে, সেটিই এখন দেখার বিষয়।