বিপিএল মাতাতে আসছেন বিশ্বকাপজয়ী বিধ্বংসী ব্যাটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের হয়ে মাঠ মাতাতে আসছেন বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার জনসন চার্লস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বেশ জনপ্রিয় মুখ তিনি। আইপিএল, পিএসএলসহ বিশ্বের নামিদামি সব লিগেই নিজের জাত চিনিয়েছেন এই উইন্ডিজ ব্যাটার। ব্যাট হতে প্রতিপক্ষের বোলারদের তুনোধুনো করতে জুড়ি নেই তার।  বিপিএলে এর আগেও ব্যাট হাতে ঝড় তুলেছেন চার্লস। ১৪০ এরও বেশি স্ট্রাইকরেটে ৩৪ ম্যাচ খেলে ৯০৬ রান করেছেন চার্লস। বিপিএলে চারটি হাফ সেঞ্চুরির পাশাপাশি ঝোড়ো ব্যাটিংয়ে হাঁকিয়েছেন দুইটি শতকও। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল মাতানোর অভিজ্ঞতা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপ জেতা এই ব্যাটারের।  এর আগে, শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিসকে দলে নেয় নোয়াখালী এক্সপ্রেস। পিএসএল, আইপিএল, এলপিএল এবং এসএ-টোয়েন্টিতে নিয়মিত খেললেও এবারই প্রথমবার বিপিএলে আসবেন লঙ্কান এই টপ অর্ডার ব্যাটার। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে হাসান মাহমুদ এবং সৌম্য সরকারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে নোয়াখালী।  বিপিএলের এবারের আসরে অংশ নেবে ৬ দল। এর আগে বিসিবি পাঁচ

বিপিএল মাতাতে আসছেন বিশ্বকাপজয়ী বিধ্বংসী ব্যাটার
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের হয়ে মাঠ মাতাতে আসছেন বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার জনসন চার্লস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বেশ জনপ্রিয় মুখ তিনি। আইপিএল, পিএসএলসহ বিশ্বের নামিদামি সব লিগেই নিজের জাত চিনিয়েছেন এই উইন্ডিজ ব্যাটার। ব্যাট হতে প্রতিপক্ষের বোলারদের তুনোধুনো করতে জুড়ি নেই তার।  বিপিএলে এর আগেও ব্যাট হাতে ঝড় তুলেছেন চার্লস। ১৪০ এরও বেশি স্ট্রাইকরেটে ৩৪ ম্যাচ খেলে ৯০৬ রান করেছেন চার্লস। বিপিএলে চারটি হাফ সেঞ্চুরির পাশাপাশি ঝোড়ো ব্যাটিংয়ে হাঁকিয়েছেন দুইটি শতকও। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল মাতানোর অভিজ্ঞতা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপ জেতা এই ব্যাটারের।  এর আগে, শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিসকে দলে নেয় নোয়াখালী এক্সপ্রেস। পিএসএল, আইপিএল, এলপিএল এবং এসএ-টোয়েন্টিতে নিয়মিত খেললেও এবারই প্রথমবার বিপিএলে আসবেন লঙ্কান এই টপ অর্ডার ব্যাটার। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে হাসান মাহমুদ এবং সৌম্য সরকারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে নোয়াখালী।  বিপিএলের এবারের আসরে অংশ নেবে ৬ দল। এর আগে বিসিবি পাঁচ দলের বিপিএলের বিষয়টি চূড়ান্ত করলেও পরে এসে যুক্ত হয়েছে নোয়াখালী। এবারের বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো হলো―রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow