বিপিএলে চট্টগ্রাম কিংসের দাপুটে জয়

3 hours ago 4

বিপিএল ২০২৪-২৫ আসরে ঘরের মাঠে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ৪৫ রানের বড় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম কিংস। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স। তবে চট্টগ্রাম কিংসের ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানো সম্ভব হয়।

প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম কিংস নির্ধারিত ২০ ওভারে ২০০ রান সংগ্রহ করে। পারভেজ হোসেন ইমন ৩৯ রান করেন এবং গ্রাহাম ক্লার্ক মাত্র ৫০ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ৭টি চার এবং ৬টি ছক্কা। ক্লার্কের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত পায় চট্টগ্রাম। এছাড়া অধিনায়ক মিঠুন অপরাজিত থাকেন ১১ রানে।

খুলনার পক্ষে বল হাতে মোহাম্মদ নাওয়াজ ও সালমান ইরশাদ ৩টি করে উইকেট নেন, তবে তারা রান আটকাতে ব্যর্থ হন।

২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খুলনা টাইগার্সের ব্যাটসম্যানরা একের পর এক ব্যর্থ হন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন দারউইশ রাসুলি। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ করেন ১৯ রান। তবে দলের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ধসে পড়ে।

চট্টগ্রামের বোলারদের মধ্যে আরাফাত সানি ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়া শরীফুল ইসলাম এবং খালেদ আহমেদও দুটি করে উইকেট নেন।

Read Entire Article