এবার বিপিএলে তুলনামূলক ভালো দলই বানিয়েছিল চিটাগাং কিংস। বড় বড় কিছু তারকাকে দলে ভেড়ালেও নানা কারণে তাদের মাঠে নামাতে পারেনি বন্দরনগরীর দলটি। একাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে তাই অসহায় আত্মসমর্পণই করতে হয় মোহাম্মদ মিঠুনদের। তবে দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরেছে দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচেই দুর্বার রাজশাহীর বিপক্ষে বড় জয়ে নিজেদের পয়েন্টের খাতা খুলেছে দলটি।
শুক্রবার (৩ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে চিটাগাং। আগে ব্যাট করে উসমান খানের শতকে ২১৯ রানের বড় স্কোর করে চিটাগাং। জবাবে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রানে থামে রাজশাহীর ইনিংস।
বিস্তারিত আসছে…