বিপিএলে ভারতীয় উপস্থাপককে আনছে না বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ঢাকা পর্বে উপস্থাপনার দায়িত্ব নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আসছেন না ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ভারত–বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি আসরে বিপিএলের উপস্থাপনায় বাড়তি আকর্ষণ যোগ করতে এবার দুই নারী উপস্থাপককে যুক্ত করা হয়েছিল—পাকিস্তানের জয়নাব আব্বাস এবং ভারতের রিধিমা পাঠক। সিলেট পর্বে শুরু থেকেই জয়নাব আব্বাসকে দেখা গেছে, তাঁর সাবলীল উপস্থাপনা দর্শকদের নজরও কেড়েছে। তবে সিলেট পর্বের কয়েকটি ম্যাচ বাকি থাকতেই তিনি ব্যক্তিগত কারণে দেশে ফিরে যান। এরপর ঢাকা পর্বে রিধিমা পাঠকের দায়িত্ব নেওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। এই সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান–কে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর দুই দেশের ক্রিকেট অঙ্গনে উত্তেজনা তৈরি হয়। ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে স্কোয়াড থেকে ছাড়ে—যা বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিত

বিপিএলে ভারতীয় উপস্থাপককে আনছে না বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ঢাকা পর্বে উপস্থাপনার দায়িত্ব নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আসছেন না ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ভারত–বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি আসরে বিপিএলের উপস্থাপনায় বাড়তি আকর্ষণ যোগ করতে এবার দুই নারী উপস্থাপককে যুক্ত করা হয়েছিল—পাকিস্তানের জয়নাব আব্বাস এবং ভারতের রিধিমা পাঠক। সিলেট পর্বে শুরু থেকেই জয়নাব আব্বাসকে দেখা গেছে, তাঁর সাবলীল উপস্থাপনা দর্শকদের নজরও কেড়েছে। তবে সিলেট পর্বের কয়েকটি ম্যাচ বাকি থাকতেই তিনি ব্যক্তিগত কারণে দেশে ফিরে যান। এরপর ঢাকা পর্বে রিধিমা পাঠকের দায়িত্ব নেওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। এই সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান–কে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর দুই দেশের ক্রিকেট অঙ্গনে উত্তেজনা তৈরি হয়। ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে স্কোয়াড থেকে ছাড়ে—যা বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে জানায়, নিরাপত্তা উদ্বেগের কারণে তারা বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অনিচ্ছুক এবং ভেন্যু নিরপেক্ষ স্থানে সরানোর অনুরোধ করে। আইসিসির দেওয়া আগাম সূচির কারণে বিষয়টি আরও জটিল আকার নেয়। সংশ্লিষ্টরা মনে করছেন, সামগ্রিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন হিসেবেই বিপিএলের ঢাকা পর্বে রিধিমা পাঠকের উপস্থিতি বাতিল হয়েছে। ফলে এবারের আসরে উপস্থাপনায় যে আন্তর্জাতিক বৈচিত্র্য দেখানোর পরিকল্পনা ছিল, তা শেষ পর্যন্ত পুরোপুরি বাস্তবায়িত হলো না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow