বিপিএলের কোন ইভেন্ট কোথায়, কবে

বিপিএলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার শেষ হলো অবশেষে। বহুদিন ধরে ধুঁকতে থাকা প্রস্তুতি-পরিকল্পনার ভেতর অপেক্ষায় ছিল ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটার এবং সমর্থকরা। সেই অপেক্ষার ইতি ঘটিয়ে আসরের সূচি, নিলাম তারিখ থেকে শুরু করে দলসংখ্যা—সবকিছু জানিয়ে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আসন্ন বিপিএলের জন্য বিদেশি ক্রিকেটার হিসেবে ৫০০ জনেরও বেশি নাম নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গায় পেয়েছেন ২৫০ জন। বাংলাদেশের স্থানীয় ১৫৮ জন ক্রিকেটার ওই চূড়ান্ত তালিকায় আছেন। বিপিএলের ১২তম আসর নিয়ে পরিকল্পনা আবারও বদলালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট শুরুর তারিখ থেকে ভেন্যু—সব ক্ষেত্রেই এলো নতুন সমন্বয়। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বিপিএল–১২ এর প্লেয়ার ড্রাফট।  ১৯ ডিসেম্বর বিপিএল শুরু এবং ১৬ জানুয়ারি ফাইনাল হওয়ার কথা থাকলেও তাতে এসেছে পরিবর্তন। নতুন সূচি অনুযায়ী, ২৬ ডিসেম্বর শুরু হয়ে ২৩ জানুয়ারি শেষ হবে বিপিএলের পরবর্তী আসর। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, সেখান থেকেই শুরু হবে প্রথম পর্ব। এরপর টুর্নামেন্ট যাবে চট্টগ্রামে, আর শেষ পর্ব হবে ঢাকায়। এবারের আসরে

বিপিএলের কোন ইভেন্ট কোথায়, কবে

বিপিএলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার শেষ হলো অবশেষে। বহুদিন ধরে ধুঁকতে থাকা প্রস্তুতি-পরিকল্পনার ভেতর অপেক্ষায় ছিল ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটার এবং সমর্থকরা। সেই অপেক্ষার ইতি ঘটিয়ে আসরের সূচি, নিলাম তারিখ থেকে শুরু করে দলসংখ্যা—সবকিছু জানিয়ে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

আসন্ন বিপিএলের জন্য বিদেশি ক্রিকেটার হিসেবে ৫০০ জনেরও বেশি নাম নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গায় পেয়েছেন ২৫০ জন। বাংলাদেশের স্থানীয় ১৫৮ জন ক্রিকেটার ওই চূড়ান্ত তালিকায় আছেন।

বিপিএলের ১২তম আসর নিয়ে পরিকল্পনা আবারও বদলালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট শুরুর তারিখ থেকে ভেন্যু—সব ক্ষেত্রেই এলো নতুন সমন্বয়। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বিপিএল–১২ এর প্লেয়ার ড্রাফট। 

১৯ ডিসেম্বর বিপিএল শুরু এবং ১৬ জানুয়ারি ফাইনাল হওয়ার কথা থাকলেও তাতে এসেছে পরিবর্তন। নতুন সূচি অনুযায়ী, ২৬ ডিসেম্বর শুরু হয়ে ২৩ জানুয়ারি শেষ হবে বিপিএলের পরবর্তী আসর। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, সেখান থেকেই শুরু হবে প্রথম পর্ব। এরপর টুর্নামেন্ট যাবে চট্টগ্রামে, আর শেষ পর্ব হবে ঢাকায়। এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৪ ডিসেম্বর। 

বিপিএলের এবারের আসরে অংশ নেবে ৬ দল। এর আগে বিসিবি পাঁচ দলের বিপিএলের বিষয়টি চূড়ান্ত করলেও পরবর্তীতে এসে যুক্ত হয়েছে নোয়াখালী। এবারের বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো হলো : রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow