‘খেলায় মাতো সবাই মিলে
এলাকা কাঁপাও ছক্কা চারে
বাংলার হৃদয় উৎসবে নাচে
বিজয় উল্লাস ঘরে ঘরে
আবার এলো বিপিএল
আবার এলো বিপিএল !!
এসো দেশ বদলাই
পৃথিবী বদলাই
হাতে হাত ধরে নতুন করে
আশার আলো ছড়াই
আবার এলো বিপিএল...।
ওপরের চরণগুলো এবারের বিপিএল-এর থিম সং। আজ মঙ্গলবার রাতে শেরে বাংলা স্টেডিয়ামের নর্থ প্লাজায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো এবারের বিপিএল থিম সংয়ের।
তিন বিশিষ্ট শিল্পী রাফা, মুজা ও র্যাপার হান্নান গেয়েছেন এবারের বিপিএল থিম সং। এবারের বিপিএলের থিম সংয়ের অন্যতম বৈশিষ্ট হলো, এর একটি পঙতি বা দুটি লাইন লিখেছেন অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বয়ং।নিজে।
মঙ্গলবার রাতে বিপিএল থিম সং ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানালেন। আসিফ মাহমুদ বললেন, `এবারের বিপিএল আয়োজনের সাথে স্যার (ড. মুহাম্মদ ইউনূস) পুরোপুরি সম্পৃক্ত। আমি নিজে স্যারকে অ্যাপ্রোচ করেছিলাম যে, স্যার আপনিতো অলিম্পিকসহ নানা ওয়ার্ল্ড মিটের ডিজাইনে ইনপুট দিয়ে থাকেন। আমাদের বিপিএলে কিছু দিবেন। কিন্তু স্যার (ড. ইউনূস) যে এতটা সম্পৃক্ত হবেন, তা ভাবিনি আমি। আমি পারসোনালি এতটা আশা করিনি যে স্যার এত ইনভলভ হবেন। আমার থেকেও বেশি ইনভলভ ছিলেন এবং থিম সংয়ে স্যার কয়েকটা লাইন লিখে দিয়েছেন। স্যারকে অনেক ধন্যবাদ। তার মূল্যবান ইনপুট দেয়ার জন্য।'
`এবারের বিপিএল আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। অনেক রক্তের মধ্য দিয়ে আমরা ক্রিকেটে নতুনত্বের প্রতিফলন ঘটাতে চাই। ‘
বলে রাখা ভালো, অন্তর্বতীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস বিপিএল থিম সংয়ের এই অন্তরাটি নিজে লিখেছেন, `এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, হাতে হাত ধরে নতুন করে আশার আলো ছড়াই। ‘
রোববার রাতে বিসিবি মিডিয়া সেন্টারের বাইরের নর্থ প্লাজায় হওয়া এ অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, আকরাম খান, মাহবুব আনাম, ফাহিম সিনহা, জুলাই-আগস্টের গণ আন্দোলনের অকুতোভয় শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ সহ ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
এআরবি/আইএইচএস/