বিপিএলের পরিবর্তিত সূচি ঘোষণা, কবে কার ম্যাচ

চলমান অচলাবস্থার অবসানের পর ফের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর শুক্রবার (১৬ জানুয়ারি) থেকেই টুর্নামেন্ট পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে পরিবর্তিত ম্যাচ সূচি। এদিন রাত ৮টায় কোয়াবের সঙ্গে বৈঠক করেন বিসিবির পরিচালকরা। সেখানে ছিলেন আমিনুল ইসলাম বুলবুলও। এর আগে কোয়াবের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয় বিসিবির চলমান প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট। নিজেদের অনড় অবস্থান থেকে সরে এসে সেই পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা। এরপর রাতেই গুলশানের নাভানা টাওয়ারে বিসিবির কার্যালয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনায় বসেন ক্রিকেটাররা। সেখান থেকে মাঠে ক্রিকেট ফেরানোর ঘোষণা আসে। এর ফলে শুক্রবার থেকেই বিপিএল শুরু হতে যাচ্ছে। পূর্বনির্ধারিত সূচিতে থাকা ১৬ জানুয়ারির দুই ম্যাচ ১৭ জানুয়ারি ও ১৭ জানুয়ারির দুই ম্যাচ ১৮ জানুয়ারি মাঠে গড়াবে। সেদিন শেষ হবে লিগপর্ব।  একইভাবে পাল্টানো হয়েছে প্লে-অফের সূচি। লিগপর্বের পর একদিন ফাঁকা রাখতে ১৯ জানুয়ারির দুটি প্লে-অফ ম্যাচ ২

বিপিএলের পরিবর্তিত সূচি ঘোষণা, কবে কার ম্যাচ

চলমান অচলাবস্থার অবসানের পর ফের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর শুক্রবার (১৬ জানুয়ারি) থেকেই টুর্নামেন্ট পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে পরিবর্তিত ম্যাচ সূচি।

এদিন রাত ৮টায় কোয়াবের সঙ্গে বৈঠক করেন বিসিবির পরিচালকরা। সেখানে ছিলেন আমিনুল ইসলাম বুলবুলও। এর আগে কোয়াবের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয় বিসিবির চলমান প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট।

নিজেদের অনড় অবস্থান থেকে সরে এসে সেই পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা। এরপর রাতেই গুলশানের নাভানা টাওয়ারে বিসিবির কার্যালয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনায় বসেন ক্রিকেটাররা। সেখান থেকে মাঠে ক্রিকেট ফেরানোর ঘোষণা আসে। এর ফলে শুক্রবার থেকেই বিপিএল শুরু হতে যাচ্ছে।

পূর্বনির্ধারিত সূচিতে থাকা ১৬ জানুয়ারির দুই ম্যাচ ১৭ জানুয়ারি ও ১৭ জানুয়ারির দুই ম্যাচ ১৮ জানুয়ারি মাঠে গড়াবে। সেদিন শেষ হবে লিগপর্ব। 

একইভাবে পাল্টানো হয়েছে প্লে-অফের সূচি। লিগপর্বের পর একদিন ফাঁকা রাখতে ১৯ জানুয়ারির দুটি প্লে-অফ ম্যাচ ২০ জানুয়ারি নেওয়া হয়েছে। অপরিবর্তিত রয়েছে ২১ জানুয়ারিতে নির্ধারিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। অর্থাৎ, উদ্ভূত পরিস্থিতিতে ফাইনালে ওঠার লড়াইয়ে দুটি দলকে পরপর দুদিনই খেলতে হবে। এ ছাড়া ২৩ জানুয়ারি ফাইনাল নির্ধারিত ছিল আগে থেকেই। সেটি অপরিবর্তিত রয়েছে।

লিগ পর্ব
১৬ জানুয়ারি

চট্টগ্রাম রয়ালস বনাম নোয়াখালী এক্সপ্রেস

(দুপুর ২টা)

রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স 

(সন্ধ্যা ৭টা)

১৭ জানুয়ারি

রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস

(দুপুর ১টা)

চট্টগ্রাম রয়ালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স 

(সন্ধ্যা ৬টা)

১৮ জানুয়ারি

রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস

(দুপুর ১টা)

চট্টগ্রাম রয়ালস বনাম ঢাকা ক্যাপিটালস 

(সন্ধ্যা ৬টা)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow