বিপিএলের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন দল কত টাকা পাচ্ছে?

2 hours ago 3
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের ফাইনালকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে এবারের আসরের প্রাইজমানি। বিপিএল ২০২৫-এর শিরোপাজয়ী দল পাবে বিশাল অঙ্কের নগদ পুরস্কার, যা প্রতিযোগিতাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। শিরোপাজয়ী দল বিপিএল ২০২৫ থেকে পাবে ২ কোটি ৫০ লাখ টাকা, যা ঘরোয়া টি-টোয়েন্টি লিগের মধ্যে অন্যতম বড় প্রাইজমানি। ফাইনালে হেরে যাওয়া রানার্স-আপ দলও খালি হাতে যাচ্ছে না তারাও পাবে ১ কোটি ৫০ লাখ টাকা। শুধু ফাইনালিস্টরাই নয়, তৃতীয় স্থান পাওয়া দল পাবে ৬০ লাখ টাকা, আর চতুর্থ দল পাবে ৪০ লাখ টাকা। ফলে কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচগুলোর প্রতিযোগিতাও বৃথা যাচ্ছে না। বিপিএল ২০২৫-এ ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও আকর্ষণীয় পুরস্কার থাকছে ফাইনালের সেরা খেলোয়াড় পাবে ৫ লাখ টাকা। আসরের সেরা খেলোয়াড় পাবে ১০ লাখ টাকা। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক পাচ্ছে ৫ লাখ টাকা। সর্বোচ্চ উইকেট শিকারীও পাচ্ছে একই সংখ্যক প্রাইজমানি। আর সেরা উদীয়মান খেলোয়াড় ও সেরা ফিল্ডার পাবে ৩ লাখ করে। এই বিশাল অঙ্কের প্রাইজমানি দেশের ঘরোয়া ক্রিকেটারদের জন্য বড় এক অনুপ্রেরণা হয়ে থাকবে। পাশাপাশি ফাইনালে ওঠার লড়াই আরও তীব্র হবে, কারণ প্রতিটি দলের জন্য বাজির ঘোড়া হয়ে উঠতে পারে নগদ পুরস্কার। এবারের বিপিএল ফাইনাল মাঠে গড়াবে ৭ ফেব্রুয়ারি, যেখানে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস মুখোমুখি হবে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। নগদ পুরস্কারের সঙ্গে মর্যাদার ট্রফি জয়ের জন্য কে হাসবে শেষ হাসি—তা জানতে অপেক্ষা করতে হবে শেষ বল পর্যন্ত!
Read Entire Article