বিপুল চন্দ্র রায়ের দুটি কবিতা

3 months ago 13

গৃহ সন্ন্যাসী

মৃত গাছকে যতই জল দাও না কেন;
সে কখনো বেঁচে উঠবে না।
ঠিক তেমনই
সত্যকে স্বীকার করতে
শক্তি এবং সাহস লাগে।

সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়
যেমন সত্য তেমনই সত্য
পুরুষের জীবনযুদ্ধে ভূমিকা রাখে
একজন গৃহ সন্ন্যাসী।

****

মাটির ঘর

হৃদয় মর্মে ধর্ম, কর্মে বাড়ে ধন
সাজে বাড়ে রূপ, ব্যবহারে দোষ গুণ
পৃথিবীতে ক্ষণস্থায়ী সব, কীসের গৌরব করি
চোখ বুজলেই অন্ধকার, মাটির নিচে হবে ঘর।

এসইউ/জেআইএম

Read Entire Article