বিপ্লবকে নস্যাৎ করতে এখনো তৎপর আ.লীগ : অ্যাডভোকেট সালাম

6 days ago 8

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হলেও রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লবকে নস্যাৎ করতে আওয়ামী লীগ এখনো তৎপর রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

শুক্রবার (১৫ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় ধীৎপুর মিনার জামে মসজিদের নির্মাণকাজের শুভ উদ্বোধন শেষে তিনি এ অভিযোগ করেন।

আব্দুস সালাম আজাদ বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে বিতাড়িত স্বৈরশাসক শেখ হাসিনা এখনো দেশের বাইরে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ দেশে ক্ষমতাসীন থাকার সময়ও প্রভু রাষ্ট্রের মদদে এ দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। এখন আবার রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লবকে নস্যাৎ করতে তৎপর রয়েছে। শেখ হাসিনার অবস্থান সবসময়ই গণতন্ত্রের বিরুদ্ধে ছিল।

তিনি আরও বলেন, ১৯৮১ সালে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমানের অনুকম্পায় বাংলাদেশে ফিরে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলেছিলেন শেখ হাসিনা। ’৮৬ সালে স্বৈরাচার এরশাদের অধীনে নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রকে বাক্সবন্দি করতে সহযোগিতা করেছিলেন। ’৯১ সালে দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সেই গণতান্ত্রিক সরকারকেও উৎখাত করতে ষড়যন্ত্র করেছিলেন। যেখানে গণতন্ত্র, সেখানেই তার শক্ত প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা।

এদিকে বিকেলে লৌহজং উপজেলার পয়সা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বৌলতলী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মালেক মোল্লা।

Read Entire Article