একেই বলে, জিরো থেকে হিরো। জুলাই বিপ্লবের সময় গান বানিয়ে খেটেছিলেন জেল, সেই কিনা এখন রীতিমতো হিরো। বিপিএল-এর মতো বৈশ্বিক ক্রিকেট আসরের থিম সংয়ের অন্যতম কণ্ঠস্বর তিনি। বিপিএল আসর যেন জুলাই বিপ্লবের কষ্ট মুছে দিলো সবটুকু। হচ্ছে র্যাপার হান্নান হোসাইনের কথা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) মুক্তি পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর থিম সং। সেখানে কয়েকজন শিল্পীর সাথে কণ্ঠ দিয়েছেন হান্নান। এ যেন... বিস্তারিত