বিফলে জিসানের ৫২ বলে সেঞ্চুরি, আরিফুলের ৯৪ রানে জয় ঢাকার

4 weeks ago 9

জিসান আলমের ৫৩ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংস কোনো কাজেই লাগলো না সিলেট বিভাগের। তার ৫২ বলে সেঞ্চরিকে ম্লান করে দিয়েছে ঢাকা বিভাগের আরিফুল ইসলামের ৪৬ বলে ৯৪ রানের ইনিংসটি। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে চলমান ন্যাশনাল ক্রিকেট লিগে সিলেটকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে ঢাকা।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করে সিলেট। ম্যাচের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ঢাকার জয় নিশ্চিত করেন শুভাগত হোম।

জয়ের জন্য শেষ ওভারে ঢাকার দরকার ছিল ১২ রান। শেষ বলে দরকার ৫ রান। যে কারণে ম্যাচ জেতাতে হলে স্ট্রাইকে থাকা শুভাগতকে ছক্কা হাঁকাতেই হতো। অবশেষে শেষ বলে সিলেটের বোলার তোফায়েল আহমেদকে লং অফ অঞ্চল দিয়ে ছক্কা হাঁকিয়েই ঢাকাকে জয় উপহার দেন শুভাগত।

নির্ধারিত ২০ ওভারে সিলেট তুলেছে ৪ উইকেটে ২০৫ রান। জিসানের ১০০ রানের ইনিংস ছাড়া ১৭ বলে ৩০ রান করেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ১৭ বলে ৩০ রান করেন তৌফিক খান তুষার।

ঢাাকার হয়ে আরিফুল ইসলাম ৪৬ বলে ৯৪ রান করেন। ১৪ বলে ১৭ রান করেন ওপেনার আশিকুর রহমান শিবলি। ১৮ বলে ২৭ রান নেন আরাফাত সানি।

অপরাজিত থাকা উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল হাসান অঙ্কন ২৩ বলে ৩০ ও শুভাগত ১৮ বলে ৩১ রান করেন।

এর আগে সিলেটের হয়ে জিসানের ১০০ রানের ইনিংস ছাড়া ১৭ বলে ৩০ রান করেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ১৭ বলে ৩০ রান করেন তৌফিক খান তুষার।

এমএইচ/এএসএম

Read Entire Article