বিব্রতকর রেকর্ড গার্দিওলার, ঘরের মাঠে উড়ন্ত যাত্রা থামলো সিটির

2 months ago 31

পেপ গার্দিওলার সঙ্গে নতুন করে আরও দুই বছরের চুক্তি করেছে ম্যানচেস্টার সিটি। চুক্তি নবায়নের পর হারের বৃত্তে আটকা ম্যানসিটি শনিবার প্রথম নেমেছিল মাঠে। এরপর যা ঘটলো তাতে মনে হতেই পারে, নতুন চুক্তি গার্দিওলার ভেতরে উদ্দীপনা তৈরি করতে পারেনি। সেটি যদি না হয়, তাহলে টটেনহ্যাম হটস্পারের কাছে কীভাবে ৪-০ গোলে হারে ম্যানসিটি!

স্কোরলাইনের ব্যবধান দেখে অবাক হলেও ইতিহাদে শনিবার রাতে এমন ঘটনাই ঘটেছে। ম্যানসিটির ঘরের মাঠে এসে ঝলক দেখিয়ে গেছে টটেনহ্যাম। শেষ পর্যন্ত এক হালি গোল দিয়ে ক্ষান্ত হয়েছে অতিথিরা। সব ধরনের প্রতিযোগিতায় এ নিয়ে টানা ৫ ম্যাচ হারলো ম্যানসিটি। কোচিং ক্যারিয়ারে এই প্রথম একটানা ৫ ম্যাচ হারলেন গার্দিওলা। অন্যদিকে ঘরের মাঠে টানা ৫২ ম্যাচের অপরাজিত যাত্রাও থেমে গেল সিটির।

ম্যাচের পর গার্দিওলা বলেন, ‘এ মুহূর্তে আমরা রক্ষণাত্মকভাবে ভঙ্গুর। স্বাভাবিকের মতো সত্যিই ভালো শুরু করেছিলাম। কিন্তু গোল করতে পারিনি ও শেষে হার মেনে নিয়েছি। আরও কিছু স্বীকার করেছি যা এই মুহূর্তে আমাদের আবেগের জন্য কঠিন।’

স্প্যানিশ এই মাস্টামাইন্ড আরও বলেন, ‘৮ বছরে আমরা কখনই এই ধরনের পরিস্থিতিতে পড়িনি। এখন আমাদের এমন পরিস্থিতে পড়তে হচ্ছে। আমাদের এটি উতরে আসতে হবে। পরের ম্যাচগুলো জিততে হবে। বিশেষ করে পরের ম্যাচ। এখন আমরা বিষয়গুলোকে একভাবে দেখি। হয়তো কয়েক সপ্তাহের মধ্যে আমরা এটিকে অন্যভাবে দেখতে পাবো।’

ইতিহাদে এর আগে কখনো এমন বাজেভাবে হারেনি সিটি। এমনকি গার্দিওলার ৮ বছরেরও বেশি সময় দায়িত্বে থাকাকালীন প্রিমিয়ার লিগে একটানা ৩ ম্যাচ হারের রেকর্ড নেই আকাশী-নীলদের।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার প্রথমার্ধে ২টি গোল করেন টটেনহ্যাম। দুটি গোলই করেন জেমস ম্যাডিসন (১৩ মিনিটে ও ২০ মিনিটে)। দ্বিতীয়ার্ধে সিটির জালে বল জমা করেন পেদ্রাে পোরো ৫২ মিনিটে ও ব্রেনন জনসন ৯৩ মিনিটে।

এমএইচ/এমএস

Read Entire Article