বরগুনার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে এসপি হিসেবে ঢাকা রেঞ্জে কর্মরত) এস এম তারেক রহমানকে বিভাগীয় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, বরগুনা জেলা পুলিশে কর্মরত অবস্থায় ২০২২ সালে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু কমপ্লেক্স, শেখ রাসেল স্কয়ার, বঙ্গবন্ধু ম্যুরাল এবং জেলা শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। জেলা আওয়ামী লীগ পুষ্পস্তবক অর্পণ করার পর ছাত্রলীগের বিরোধী গ্রুপ সবুজ মোল্লা-রাজ আরিয়ানদের নেতৃত্বে ২০০/২৫০ কর্মীসহ বঙ্গবন্ধু কমপ্লেক্স বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে।
এসময় শিল্পকলা একাডেমিতে চলমান আলোচনা সভায় সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে) এবং জেলা প্রশাসক উপস্থিত থাকাকালীন বিরোধী গ্রুপের নেতাকর্মীরা শিল্পকলা একাডেমির ওপরে, নিচে এবং ভেতরে অবস্থান নেন। অনুমোদিত ছাত্রলীগের রেজা-ইমরান গ্রুপ ও অপর গ্রুপ সবুজ মোল্লা-আরিয়ান গ্রুপের কর্মীরা সামনা-সামনি বিরোধে জড়িয়ে পড়লে পুলিশ কোনো হতাহতের ঘটনা ছাড়াই তাদের ছত্রভঙ্গ করে।
এসময় রেজা-ইমরান গ্রুপ শিল্পকলা একাডেমি এলাকা ছেড়ে শেখ রাসেল স্কয়ারের দিকে চলে যায়। অপরদিকে সবুজ গ্রুপ শিল্পকলা একাডেমির ভেতরে স্থান নেয়।
আরও পড়ুন
মিতুর বাবার আপিল, এখনই মুক্তি পাচ্ছেন না বাবুল আক্তার https://www.jagonews24.com/law-courts/news/985393
ভারত ছাড়া অন্য দেশ থেকেও মেক্সিকোর ভিসা আবেদন করা যাবে https://www.jagonews24.com/national/news/985375
উত্তেজিত জনতার ইট-পাটকেলের আঘাতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলীর গাড়ির সামনের কাচ ভাঙার বিষয়ে এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে বাক-বিতণ্ডা লিপ্ত হন এবং অসৌজন্যমূলক আচরণ করেন। এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পুলিশের গাড়ি ঠিক করে দেবেন বলে আশ্বাস দেন। কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার তারেক রহমানের উপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী উত্তেজিত হয়ে গাড়ির কাচ ভাঙার প্রতিশোধ নেবেন বলে হুমকি দেন। বাক-বিতণ্ডা চলাকালীন সবুজ গ্রুপের এক নেতা মহরম আলীর সঙ্গে তর্কে জড়ান।
ডিবির এসআই এবং কয়েকজন সদস্য তাকে মারধরপূর্বক থানায় নিয়ে যাওয়া, এ ধরনের অপ্রীতিকর ঘটনায় এস এম তারেক রহমান যথাযথ আইনি পদক্ষেপ না নেওয়ায় এলাকায় তীব্র উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়।
এরপর শিল্পকলা একাডেমির ভেতরে থাকা পুলিশ সদস্যরা সেখানে বিভিন্ন ফ্লোরে, বাথরুমে, সিঁড়িতে এবং ছাদে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীদের বেধড়ক লাঠিপেটা করেন। নেতাকর্মীরা দৌড়ে বাইরে বেরিয়ে আসতে থাকলে দুদিক থেকে অবস্থানরত পুলিশ সদস্যরা ইউনিফর্ম ও সিভিলে ছাত্রলীগের নেতা-কর্মীদের বেধড়ক লাঠিপেটা করে। সেই ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক রহমান ঘটনাস্থলে উপস্থিত থাকলেও মোতায়েনকৃত ফোর্সকে যথাযথ কমান্ড করে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন। এতে জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি চরম ক্ষুণ্ন হয়। এই অভিযোগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। ১১ মার্চ তাকে কারণ দর্শানোর নোটিশ এবং তার আবেদনের ভিত্তিতে ৭ মে শুনানি অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার তারেক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ পর্যালোচনা করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হওয়ায় বিধিমতে তিনজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।
তদন্ত কর্মকর্তারা ১২ নভেম্বর তারেক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হয়নি বলে তদন্ত প্রতিবেদন দেন। ফলে তারেক রহমানকে বিভাগীয় মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো।
টিটি/কেএসআর/জিকেএস