বিভিন্ন মন্দিরে হামলার প্রতিবাদ ঐক্য পরিষদের
নাটোরের বড় হরিশপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশান মন্দিরের দেখভাল ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তরুণ চন্দ্র দাসকে হত্যা, মন্দিরে ডাকাতি ও লুটপাট এবং ময়মনসিংহের হালুয়াঘাটের বন্দেরপাড়ার সাকুয়া ইউনিয়নের রাধাগোবিন্দ মন্দির ও বিলাসপুর পলাশ কান্দা কালী মন্দির এবং দিনাজপুরের একটি মন্দিরে হামলা ও বিগ্রহ ভাঙচুরের সাম্প্রতিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়েছে।
ঐক্য পরিষদ এসব ঘটনার জন্য দায়ীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে বলেছে, চলমান নানা ঘটনা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, যা বন্ধে সরকারের বিশেষ দৃষ্টি দেওয়া অত্যাবশ্যক।