বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াতের
দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনার অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন বিষয় তিনি ধারাবাহিকভাবে তুলে ধরেন। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নরসিংদী-৪ (মনোহরদী) আসনের সহকারী রিটার্নিং অফিসার মোহায়মেন আল জিহানের বিরুদ্ধে বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ করা হয়েছে। গাজীপুর-৫ আসনে বিএনপির নেতাকর্মীরা জামায়াতসহ ১০ দলের নেতাকর্মীদের হুমকি-ধামকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে এবং নির্বাচনী কর্মীদের জোর করে বিএনপির প্রচার মিছিলে যেতে বাধ্য করছে। গাজীপুর-৫ আসনে পিভিসি বিলবোর্ড ব্যানার বড় সাইজের করছে, যা আচরণবিধি লঙ্ঘন। বিএনপির নেতাকর্মীরা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে, হামলা করছে এবং যানবা
দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনার অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন বিষয় তিনি ধারাবাহিকভাবে তুলে ধরেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নরসিংদী-৪ (মনোহরদী) আসনের সহকারী রিটার্নিং অফিসার মোহায়মেন আল জিহানের বিরুদ্ধে বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ করা হয়েছে।
গাজীপুর-৫ আসনে বিএনপির নেতাকর্মীরা জামায়াতসহ ১০ দলের নেতাকর্মীদের হুমকি-ধামকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে এবং নির্বাচনী কর্মীদের জোর করে বিএনপির প্রচার মিছিলে যেতে বাধ্য করছে। গাজীপুর-৫ আসনে পিভিসি বিলবোর্ড ব্যানার বড় সাইজের করছে, যা আচরণবিধি লঙ্ঘন।
বিএনপির নেতাকর্মীরা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে, হামলা করছে এবং যানবাহন ভাঙচুর করছে ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। নারী কর্মীদের মোবাইল ফোনে ভিডিও ধারণ করছে এবং ‘চোর ধরা পড়েছে’ বলে মব তৈরি করছে।
তিনি আরও বলেন, হবিগঞ্জ-৩ আসনে দলীয় প্রধান ছাড়া অন্যান্য প্রয়াত রাজনৈতিক নেতাদের ছবি ব্যবহার করছে, যা আচরণবিধি লঙ্ঘন। ঝিনাইদহ-৪ আসনে জামায়াতের ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয়েছে। ফরিদপুর-১ আসনের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নে জামায়াতের নারী কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
লক্ষ্মীপুর-৩ (ভবানীগঞ্জ) ড. রেজাউল করিমের নির্বাচনী প্রচার সামগ্রী বিতরণ ও ফেস্টুন লাগানোর সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাধা প্রদান করেন এবং জামায়াতের কর্মীদের আহত করেন।
কুমিল্লা-৯ আসনের মৈশাতুয়া ইউনিয়নের শমসেরপুর গ্রামে গণসংযোগ চলাকালে জামায়াতকর্মী খলিলুর রহমান লিটনকে আহত করা হয়েছে। এছাড়াও আমিরে জামায়াতের উত্তরবঙ্গ সফর নিয়ে ব্রিফ করা হয়।
What's Your Reaction?