ভারতের গুজরাটে শুক্রবার শুরু হয়েছে বিমসটেক ইয়ুথ সামিট। এই সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রীড়াবিদ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ফরোয়ার্ড মাতসুশিমা সুমাইয়া ও নারী ফিফা রেফারি ও কোচ জয়া চাকমা এবং অন্যান্য সেক্টর থেকে অনেকে। শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে ১০ জন এই সামিটে অংশ নিয়েছেন। ক্রীড়াঙ্গন থেকে অংশ নিয়েছেন শুধু জয়া চাকমা।
৫ দিনব্যাপী আমন্ত্রণ পেয়েও যাননি সাবিনা খাতুন ও মাতসুশিমা সুমাইয়া। বাফুফে সূত্রে জানা গেছে, সাবিনা ও সুমাইয়া না যাওয়ার কথা আয়োজকদের জানিয়ে দিয়েছেন। তবে কেন যাননি, বাফুফে জানে না। এ বিষয়ে সাবিনার কাছে জানতে চাইলে কোনো জবাব দেননি তিনি।
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) এর সদস্য দেশগুলো হচ্ছে-বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
আরআই/এমএমআর