বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে। আজ (৩০ নভেম্বর) শনিবার দেশের বাইরে যাওয়ার সময় তাকে বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। জানা গেছে, সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার জন্য বিমানবন্দরে হাজির হয়েছিলেন তিনি।
বিমানবন্দর থেকে সুবর্ণা মুস্তাফাকে কেন ফিরিয়ে দেওয়া হয়েছে সে প্রসঙ্গে কিছু বলতে রাজি হননি সংশ্লিষ্ট কেউ। একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে, আটক বা গ্রেফতার নয়, সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এমনটি কেন করা হয়েছে, সে বিষয়ে কেউ কোনো বক্তব্য দিতে রাজি নন। ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছে, গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তির কারণে তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি।
অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সুবর্ণা মুস্তাফা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সংরক্ষিত নারী আসনের মনোনীত এমপি হন তিনি। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসন-৪-এ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন তিনি।
অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য ২০১৯ সালে একুশে পদকে ভূষিত হন সুবর্ণা মুস্তাফা। সে বছরই জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোনীত হন তিনি। টিভি নাটক দিয়ে শুরু করে চলচ্চিত্রেও অভিনয় করেন সুবর্ণা। ১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকে মুনা চরিত্রে অভিনয় করেন তিনি। ওই নাটকে তার বিপরীতে ছিলেন বাকের ভাই চরিত্রের আসাদুজ্জামান নূর। তিনিও আওয়ামী লীগের সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন।
অভিনেতা গোলাম মুস্তাফার মেয়ে সুবর্ণা মুস্তাফা ১৯৫৯ সালের ২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ডিগ্রি লাভ করেন। সর্বশেষ তিনি বিয়ে করেন নির্মাতা বদরুল আনাম সৌদকে।
আরএমডি/জেআইএম