বিমানবন্দরে স্টাইলিশ লুকে দীপিকা, ভিডিওতে মুগ্ধ ভক্তরা

1 week ago 11

বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সোমবার সকালে মুম্বাই বিমানবন্দরে হাজির হয়ে আবারও ফ্যাশনপ্রেমীদের মন জয় করেছেন। মাতৃত্বের নতুন অধ্যায়ে প্রবেশের পরও তার ফ্যাশন সেন্স যেন একদম কমেনি।

লাল সোয়েটার ও নীল জিন্সের সরল কিন্তু মার্জিত সমন্বয়, বাদামি বুট ও ম্যাচিং হ্যান্ডব্যাগ, সঙ্গে চিরচেনা ওভারসাইজ সানগ্লাস—সব মিলিয়ে দীপিকার এয়ারপোর্ট লুককে নিখুঁত ক্যাজুয়াল স্টাইলে পরিণত করেছে। খোঁপায় গোছানো চুল ও উজ্জ্বল হাসি ভক্তদের মুগ্ধ করেছে।

তবে এদিনের উপস্থিতি শুধু ফ্যাশন নিয়ে নয়। সম্প্রতি একটি ভিডিওতে তার কন্যা দুয়ার মুখ অনিচ্ছাকৃতভাবে প্রকাশ পেয়েছিল, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। দীপিকা ভিডিও ধারণকারীর সঙ্গে সরাসরি কথা বলে স্পষ্ট করে জানান, সন্তানের গোপনীয়তা তার সর্বোচ্চ অগ্রাধিকার। রণবীর সিংয়ের সঙ্গে তিনি এখনও মেয়ের মুখ প্রকাশ করেননি। নেটিজেনরাও এই অবস্থানের পক্ষে সমর্থন জানিয়েছেন।

কর্মক্ষেত্রেও দীপিকা সমান সক্রিয়। তিনি শিগগিরই এটলির বিজ্ঞান কল্পকাহিনী ছবি ‘এএ ২২xএ৬’-এ দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করবেন। এ ছাড়া ‘কিং’ ছবিতে তিনি শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধবেন এবং সুহানা খানের সঙ্গেও কাজ করবেন—যা তিন প্রজন্মের অভিনেতার একসাথে কাজের এক অনন্য সুযোগ।

Read Entire Article