বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৫ মিনিট পর ফ্লাইট অবতরণ

3 months ago 41

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে হঠাৎ শিয়াল চলে আসায় ২৫ মিনিট আকাশে অবস্থানের পর বিমানের একটি ফ্লাইট অবতরণ করেছে। এতে যাত্রীরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। শুক্রবার (৩১ মে) সকাল ৮টা ২০মিনিটে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে বিমানবন্দরের রানওয়েতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের কথা ছিল। অবতরণের সময় পাইলট নিচে একটি শিয়ালকে ছুটাছুটি করতে দেখেন। পাইলট বিষয়টি কর্তৃপক্ষে জানালে নিরাপত্তাকর্মীরা শিয়ালটিকে তাড়িয়ে দেন। বিমানটি ২৫ মিনিট আকাশে অবস্থানের পর নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৫ মিনিট পর ফ্লাইট অবতরণ

এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জাগো নিউজকে বলেন, রানওয়েতে একটি শিয়াল প্রবেশ করেছিল। পরে নিরাপত্তাকর্মীরা সেটিকে তাড়িয়ে দেন। এটি বড় ধরনের কোনো ঘটনা নয়। পরে নিরাপদে বিমানটি অবতরণ করে।

ইব্রাহিম সুজন/আরএইচ/এমএস

Read Entire Article