বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নানের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ

বিমানবাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের জমি ও ফ্ল্যাট দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। এদিন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।  এর আগে গত ৬ মে আব্দুল হান্নানের এসব সম্পদ জব্দের আদেশ দেন আদালত। রিসিভার নিয়োগ করা সম্পত্তির মধ্যে রয়েছে- খিলক্ষেতের নিকুঞ্জে আবাসিক এলাকায় কমন স্পেসসহ একটি ফ্ল্যাট (৬৯৯.২৫ বর্গফুট) এবং দশমিক ২৫০ কাঠা জমি। যার মূল্য ১৩ লাখ টাকা। একই এলাকায় কমন স্পেসসহ একটি ফ্ল্যাট (৮২৩.৮৩ বর্গফুট) এবং দশমিক ২৫০ কাঠা জমি। এর মূল্য ১৪ লাখ ৮৬ হাজার টাকা। ৩৭ লাখ টাকার তার স্ত্রীর নামে মিরপুরে ডিওএইচএস এ কমনস্পেস এবং বেইসমেন্টে কারপার্কিং স্পেসসহ ২২৫০ বর্গফুটের ফ্ল্যাট। নারায়ণগঞ্জের রুপগঞ্জে শেখ আব্দুল হান্নানের নামে ৩ দশমিক ৮৫ শতাংশ এবং ২ দশমিক ৪২ শতাংশ জমি, ১ দশমিক ৫৭ শতাংশ জমি। মিরপুর সামরিক অফিসার আবাসিক প্রকল্পে ৩২০ বর্গফুট

বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নানের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ

বিমানবাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের জমি ও ফ্ল্যাট দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। 

এর আগে গত ৬ মে আব্দুল হান্নানের এসব সম্পদ জব্দের আদেশ দেন আদালত।

রিসিভার নিয়োগ করা সম্পত্তির মধ্যে রয়েছে- খিলক্ষেতের নিকুঞ্জে আবাসিক এলাকায় কমন স্পেসসহ একটি ফ্ল্যাট (৬৯৯.২৫ বর্গফুট) এবং দশমিক ২৫০ কাঠা জমি। যার মূল্য ১৩ লাখ টাকা।

একই এলাকায় কমন স্পেসসহ একটি ফ্ল্যাট (৮২৩.৮৩ বর্গফুট) এবং দশমিক ২৫০ কাঠা জমি। এর মূল্য ১৪ লাখ ৮৬ হাজার টাকা। ৩৭ লাখ টাকার তার স্ত্রীর নামে মিরপুরে ডিওএইচএস এ কমনস্পেস এবং বেইসমেন্টে কারপার্কিং স্পেসসহ ২২৫০ বর্গফুটের ফ্ল্যাট। নারায়ণগঞ্জের রুপগঞ্জে শেখ আব্দুল হান্নানের নামে ৩ দশমিক ৮৫ শতাংশ এবং ২ দশমিক ৪২ শতাংশ জমি, ১ দশমিক ৫৭ শতাংশ জমি।

মিরপুর সামরিক অফিসার আবাসিক প্রকল্পে ৩২০ বর্গফুট জমির ওপর নির্মাণাধীন ৭ তলা ভবন দেখভালেও রিসিভার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow