বিমানের ডানায় আটকে গেলেন স্কাইডাইভার, অতঃপর...

স্কাইডাইভিং করতে বিমানে করে উঠেছিলেন ১৫ হাজার ফুট উচ্চতায়। এরপর বিমান থেকে লাফ দিতেই ঘটে বিপত্তি। মুহূর্তে বিমানের ডানার সঙ্গে আটকে যায় প্যারাসুট। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। এতে দেখা গেছে, বিমান থেকে ঝাঁপ দেওয়ার সময়ই ওই স্কাইডাইভারের প্যারাস্যুটটি বাতাসের প্রচণ্ড চাপে খুলে যায়। এরপর ওই ব্যক্তি ছিঁটকে গিয়ে বিমানের পাখায় প্যারাস্যুটসহ আটকে পড়েন।  অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা ব্যুরো লোমহর্ষক এ ঘটনার ভিডিও প্রকাশ করেছে। এদিকে স্কাইডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার ওই স্কাইডাইভার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন। বিমানের পাখায় আটকে যাওয়ার পরই ওই ব্যক্তি হুক নাইফ নামের একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়েছেন এবং নিরাপদে অবতরণ করেছেন।   বিমানটিতে ১৬ জন স্কাইডাইভার ছিলেন। যখন পি১ নামের ওই স্কাইডাইভার পাখার সঙ্গে আটকে যায় তখন বিমানের পাইলট বিমানটি বিধ্বস্ত হওয়া আশঙ্কা করেন। ফলে সঙ্গে সঙ্গে বিমানের আরেকজন ক্রু অন্য প্যারাস্যুটারদের নিরাপদে বের হয়ে যেতে বলেন। এ সময় ১

বিমানের ডানায় আটকে গেলেন স্কাইডাইভার, অতঃপর...

স্কাইডাইভিং করতে বিমানে করে উঠেছিলেন ১৫ হাজার ফুট উচ্চতায়। এরপর বিমান থেকে লাফ দিতেই ঘটে বিপত্তি। মুহূর্তে বিমানের ডানার সঙ্গে আটকে যায় প্যারাসুট। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে।

ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। এতে দেখা গেছে, বিমান থেকে ঝাঁপ দেওয়ার সময়ই ওই স্কাইডাইভারের প্যারাস্যুটটি বাতাসের প্রচণ্ড চাপে খুলে যায়। এরপর ওই ব্যক্তি ছিঁটকে গিয়ে বিমানের পাখায় প্যারাস্যুটসহ আটকে পড়েন। 

অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা ব্যুরো লোমহর্ষক এ ঘটনার ভিডিও প্রকাশ করেছে। এদিকে স্কাইডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার ওই স্কাইডাইভার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন।

বিমানের পাখায় আটকে যাওয়ার পরই ওই ব্যক্তি হুক নাইফ নামের একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়েছেন এবং নিরাপদে অবতরণ করেছেন।  

বিমানটিতে ১৬ জন স্কাইডাইভার ছিলেন। যখন পি১ নামের ওই স্কাইডাইভার পাখার সঙ্গে আটকে যায় তখন বিমানের পাইলট বিমানটি বিধ্বস্ত হওয়া আশঙ্কা করেন। ফলে সঙ্গে সঙ্গে বিমানের আরেকজন ক্রু অন্য প্যারাস্যুটারদের নিরাপদে বের হয়ে যেতে বলেন।

এ সময় ১৩ জন প্যারাস্যুটার ঝাঁপিয়ে পড়লেও দুজন বিমানে থেকে যায়। একপর্যায়ে বিমানের পাইলট বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়। এত বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow