বিমানের নামে ভুয়া ফেসবুক পেজ, নিয়োগ বিজ্ঞপ্তি

4 months ago 47

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোগো ও নাম ব্যবহার করে পেজ খৃুলে চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একটি প্রতারক চক্র। ভুয়া নিয়োগে 'পাসপোর্ট চেকার' পদ উল্লেখ করা হয়। তবে পাসপোর্ট চেকার নামে কোন পদই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নেই।

বিষয়টি নজরে আসলে বৃহস্পতিবার (৬ জুন) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ভুয়া ফেসবুক পেজ ও নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোন সম্পর্ক নেই। প্রতারক চক্রটি ১ হাজার ২৫০ টাকায় বিমানের চাকরি দেওয়ার কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের কোন নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রকাশ করেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব নিয়োগ বিজ্ঞপ্তি বিমানের অফিসিয়াল ওয়েবসাইট  এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়ে থাকে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম, লোগো কপিরাইট ও ট্রেডমার্ক নিবন্ধনকৃত, তাই অনুমতি ব্যতীত এর ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এসব ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপের বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এমএমএ/এসআইটি/জিকেএস

Read Entire Article