বিয়ের বাস নদীতে পড়ে নিহত ১৯

2 hours ago 5
বিয়ের যাত্রীদের বহনকারী একটি বাস নদীতে পড়ে নারী ও শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের জামফারা রাজ্যে। খবর বার্তা সংস্থা এএফপির।  প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার বাসটি পাশের কেব্বি রাজ্যের জেগা শহরের দিকে যাচ্ছিল। ফাস গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, এই দুর্ঘটনায় নারী ও শিশুদের প্রাণহানি ঘটেছে।  নাইজেরিয়ার ন্যাশনাল ইউনিয়ন অব রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (এনইউআরটিডব্লিউ)-এর কর্মকর্তা আবু বকর মুহাম্মদ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় বিয়ের অতিথি বহনকারী একটি বাস আংশিক ধসে যাওয়া সেতুর ওপর থামানো হয়েছিল। হঠাৎ বাসটি পিছনের দিকে গড়িয়ে নদীতে পড়ে যায়। তিনি বলেন, বাসটি নববধূ এবং তার স্বজনদের নিয়ে বরের বাড়ির দিকে যাচ্ছিল। পথে জামফারা রাজ্যের ফাস গ্রামের কাছে দুর্ঘটনার শিকার হয় বাসটি। ধারণা করা হচ্ছে, চালক ব্রেক টানতে ভুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।  এদিকে স্থানীয় প্রতিনিধিরা নিহত পরিবারগুলোর জন্য সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তারা ধসে যাওয়া সেতুটি স্থায়ীভাবে পুনর্নির্মাণ করারও দাবি তুলেছেন। তারা সতর্ক করেছেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, বাসিন্দাদের এই বিপজ্জনক পথ ব্যবহার করতে বাধ্য হওয়ার কারণে আরও প্রাণহানি ঘটতে পারে। স্থানীয় এক বাসিন্দা বলেছেন, এটি শুধু গওয়াল্লি এলাকার সমস্যা নয়, বরডকি ওয়ার্ডের পুরো এলাকার জন্য একটি সংকট। তিনি আরও বলেন, আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, যাতে আরও প্রাণহানি ঘটার আগে তারা আমাদের সহায়তায় এগিয়ে আসেন। উল্লেখ্য, দুর্বল সড়ক অবকাঠামোর কারণে নাইজেরিয়ায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরে দেশটিতে ৯ হাজার ৫৭০টি সড়ক দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব দুর্ঘটনায় অন্তত ৫ হাজার ৪২১ জন নিহত হয়েছেন। 
Read Entire Article