বিরতি ভেঙে ফিরছেন রাধিকা আপ্তে

গত বছরের ডিসেম্বরে মা হওয়ার সুবাদে অভিনয় জগৎ থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। অবশেষে সেই বিরতি ভেঙে ফিরছেন ‘স্যাক্রেড গেমস’ ও ‘আন্ধাধুন’ খ্যাত এই তারকা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার অভিনীত নতুন সিনেমা ‘সালি মোহাব্বত’-এর ট্রেলার। এই সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী টিসকা চোপড়া। রহস্য আর সাসপেন্সে ঘেরা এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে ফুরসতগড় নামের এক শান্ত শহরকে ঘিরে। সেখানে স্মিতা নামের এক নারী প্রকৃতি ও নিজের নীরব জগত নিয়ে একাই থাকেন। স্মিতার চরিত্রেই দেখা যাবে রাধিকাকে। হঠাৎ শহরে ঘটে যাওয়া একটি ভয়ংকর ডাবল মার্ডার তার নিস্তরঙ্গ জীবনে অস্থিরতা নিয়ে আসে। পুলিশি তদন্ত যত এগোয়, রহস্য তত ঘনীভূত হয়। স্মিতা কি কেবলই ঘটনার সাক্ষী, নাকি এই অন্ধকারের পেছনে লুকিয়ে থাকা বড় কোনো সত্যের চাবিকাঠি—ট্রেলারজুড়ে সেই প্রশ্নই উঁকি দিয়েছে। নিজের চরিত্র প্রসঙ্গে রাধিকা বলেন, ‘স্মিতার জগতটিতে এক ধরনের অস্বস্তিকর নীরবতা আছে। চরিত্রটি আমাকে নিজের ভেতরের জটিলতা খুঁজে দেখতে বাধ্য করেছে। টিসকার নিখুঁত নির্দেশনা সেই আবেগগুলোকে ঠিক জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে।’ ছ

বিরতি ভেঙে ফিরছেন রাধিকা আপ্তে
গত বছরের ডিসেম্বরে মা হওয়ার সুবাদে অভিনয় জগৎ থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। অবশেষে সেই বিরতি ভেঙে ফিরছেন ‘স্যাক্রেড গেমস’ ও ‘আন্ধাধুন’ খ্যাত এই তারকা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার অভিনীত নতুন সিনেমা ‘সালি মোহাব্বত’-এর ট্রেলার। এই সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী টিসকা চোপড়া। রহস্য আর সাসপেন্সে ঘেরা এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে ফুরসতগড় নামের এক শান্ত শহরকে ঘিরে। সেখানে স্মিতা নামের এক নারী প্রকৃতি ও নিজের নীরব জগত নিয়ে একাই থাকেন। স্মিতার চরিত্রেই দেখা যাবে রাধিকাকে। হঠাৎ শহরে ঘটে যাওয়া একটি ভয়ংকর ডাবল মার্ডার তার নিস্তরঙ্গ জীবনে অস্থিরতা নিয়ে আসে। পুলিশি তদন্ত যত এগোয়, রহস্য তত ঘনীভূত হয়। স্মিতা কি কেবলই ঘটনার সাক্ষী, নাকি এই অন্ধকারের পেছনে লুকিয়ে থাকা বড় কোনো সত্যের চাবিকাঠি—ট্রেলারজুড়ে সেই প্রশ্নই উঁকি দিয়েছে। নিজের চরিত্র প্রসঙ্গে রাধিকা বলেন, ‘স্মিতার জগতটিতে এক ধরনের অস্বস্তিকর নীরবতা আছে। চরিত্রটি আমাকে নিজের ভেতরের জটিলতা খুঁজে দেখতে বাধ্য করেছে। টিসকার নিখুঁত নির্দেশনা সেই আবেগগুলোকে ঠিক জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে।’ ছকভাঙা অভিনয়ে নিজেকে অনন্য উচ্চতায় নেওয়া রাধিকা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা, অনুরাগ কাশ্যপ, অংশুমান পুষ্কর, শরৎ সাক্সেনা, সৌরসেনী মৈত্র এবং বিশেষ চরিত্রে কুশা কাপিলা। আগামী ১২ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে ‘সালি মোহাব্বত’।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow