প্রতিবছরের মতো এবারও আনন্দঘন পরিবেশে উপজেলার আঠাউরী বিলে উদযাপিত হলো ভাটিবাংলার ঐতিহ্যবাহী ‘জাল বাওয়া’ উৎসব। প্রায় শত বছরেরও বেশি সময় ধরে ব্যতিক্রমী ‘জাল বাওয়া’ উৎসব পালন করে আসছে নাসিরনগর ও ভিটাডুবি ধীবর সমবায় সমিতির অন্তর্ভুক্ত কয়েক গ্রামের জেলে সম্প্রদায়ের লোকজন।
এ উৎসবে দল বেঁধে বিলে মাছ ধরতে নামেন জেলেসহ বিভিন্ন এলাকা থেকে আসা নানা-শ্রেণি-পেশার হাজারো... বিস্তারিত