বিলাসবহুল বাংলোতে রণবীর-আলিয়ার সুখের সংসার

দেড় বছরের অপেক্ষা আর ২৫০ কোটি রুপির বিনিয়োগ শেষে, অবশেষে দাঁড়িয়ে গেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাংলো, যা দামে ও জাঁকজমকে টেক্কা দেয় শাহরুখ খানের ‘মান্নাত’ থেকে অমিতাভ বচ্চনের ‘জলসা’ পর্যন্ত। দিওয়ালির পবিত্র লগ্নে যজ্ঞ আর পূজার মধ্য দিয়ে গৃহপ্রবেশের পর এবার ভক্তদের উদ্দেশ্যে সেই বিলাসী নতুন সংসারের প্রথম ঝলক আলিয়া শেয়ার করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে।  ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন আলিয়া ভাট। সেখানেই দেখা গেল গৃহপ্রবেশের দিন শশব্যস্ত তারকা দম্পতিকে। প্রকাশিত ছবিতে ঋষি কাপুরের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে রণবীরকে প্রণাম করতে দেখা যায়, আবার কোনো ছবিতে ধরা পড়ল তাদের ঘরের যজ্ঞ ও পূজা পাঠের ঝলক। সে সময় ছোট্ট রাহাও মা-বাবার সঙ্গে পূজায় অংশগ্রহণ করে। আর এদিকে বউমার এমন আয়োজনে যে নীতু কাপুর মহাআপ্লুত, সেই মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে। যেখানে ঋষি কাপুরের ছবির সামনে দাঁড়িয়ে আলিয়াকে আলিঙ্গন করে আদরে ভরিয়ে দিতে দেখা যায় শাশুড়ি নীতুকে। প্রসঙ্গত, এই নতুন বাংলোতেই মেয়ে রাহার তিন বছরের জন্মদিন পালন করেছেন

বিলাসবহুল বাংলোতে রণবীর-আলিয়ার সুখের সংসার

দেড় বছরের অপেক্ষা আর ২৫০ কোটি রুপির বিনিয়োগ শেষে, অবশেষে দাঁড়িয়ে গেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাংলো, যা দামে ও জাঁকজমকে টেক্কা দেয় শাহরুখ খানের ‘মান্নাত’ থেকে অমিতাভ বচ্চনের ‘জলসা’ পর্যন্ত। দিওয়ালির পবিত্র লগ্নে যজ্ঞ আর পূজার মধ্য দিয়ে গৃহপ্রবেশের পর এবার ভক্তদের উদ্দেশ্যে সেই বিলাসী নতুন সংসারের প্রথম ঝলক আলিয়া শেয়ার করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন আলিয়া ভাট। সেখানেই দেখা গেল গৃহপ্রবেশের দিন শশব্যস্ত তারকা দম্পতিকে। প্রকাশিত ছবিতে ঋষি কাপুরের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে রণবীরকে প্রণাম করতে দেখা যায়, আবার কোনো ছবিতে ধরা পড়ল তাদের ঘরের যজ্ঞ ও পূজা পাঠের ঝলক।

সে সময় ছোট্ট রাহাও মা-বাবার সঙ্গে পূজায় অংশগ্রহণ করে। আর এদিকে বউমার এমন আয়োজনে যে নীতু কাপুর মহাআপ্লুত, সেই মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে। যেখানে ঋষি কাপুরের ছবির সামনে দাঁড়িয়ে আলিয়াকে আলিঙ্গন করে আদরে ভরিয়ে দিতে দেখা যায় শাশুড়ি নীতুকে।

প্রসঙ্গত, এই নতুন বাংলোতেই মেয়ে রাহার তিন বছরের জন্মদিন পালন করেছেন রণবীর-আলিয়া। জানা যায়, জানা গিয়েছে, ২৫০ কোটির এই বাংলোর অর্ধেকটা নাকি মেয়ে রাহা কাপুরের নামে রেজিস্ট্রি করেছেন রণবীর-আলিয়া। আর বাকিটা ঋষি কাপুরের কথামতো নীতু কাপুরের নামে রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow