বিলে মিলল যুবকের মরদেহ

3 weeks ago 17

নাটোরের নলডাঙ্গা হালতি বিল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ এটাকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে। 

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার মাধনগর ইউনিয়নের বিলটির সাবমার্সিবল সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নলডাঙ্গা থানার ২নং মাধনগর ইউনিয়নের হালতি ও খোলাবাড়িয়া বিলের মাঝামাঝি স্থানে ঢালাই রাস্তার পূর্ব পাশে ৩০-৩৫ বছরের অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহের সুরতহাল রিপোর্টে দেখা যায়, ভিকটিমের মুখে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন আছে। 

তিনি আরও জানান, যুবককে কে বা কারা ঘটনাস্থলেই হত্যা করে ফেলে রেখে গেছে। রাজশাহী থেকে সিআইডি ক্রাইম সিন ইউনিটের কর্মকর্তারা এসে মরদেহের পরিচয় শনাক্তের কাজ করছেন। মরদেহের পরিচয় শনাক্তের পর তদন্ত সাপেক্ষে এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং এর কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে।

Read Entire Article