প্রায় বিশ বছর পর আবারও একসঙ্গে হলেন সংগীত জগতের দুই গুণিজন। তারা হলেন নন্দিত গীতিকার-সুরকার মিল্টন খন্দকার ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। দীর্ঘ বিরতির পর এই সফল জুটি ফিরছেন নতুন গান নিয়ে। যার শিরোনাম ‘এক যুবক’।
দুই দশক আগে শহীদুল ইসলাম খোকনের ‘লাল সবুজ’ সিনেমায় প্রথমবারের মতো মিল্টন খন্দকারের কথা, সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছিলেন আসিফ আকবর। সেই গান ‘সবুজের বুকে লাল’ এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে। এরপর আরও কিছু গানে একসঙ্গে কাজ করলেও কোনো এক অজানা কারণে দীর্ঘ সময় তাদের মধ্যে কোনো নতুন গান হয়নি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে একটি ছবি পোস্ট করে মিল্টন খন্দকার জানান, তারা আবার গান নিয়ে ফিরছেন। সেখানে তিনি লেখেন, ‘আসিফও ডাকেনি, আমিও যাইনি। কেন ডাকেনি আর আমি কেন যাইনি? দুজনেই জানি না। ২০ বছর পর গান নিয়ে দুজনের বসা। কপাল ঘষা! যদি কিছু ঠিকরে বের হয়! আশা করতে তো আর দোষ নেই।’
মিল্টন খন্দকার জানান, নতুন গানটি প্রতিবাদী ধাঁচের। মিছিলে যাবে বলে রাজপথে একা দাঁড়িয়ে থাকা এক প্রতিবাদী যুবকের গল্প বলবে গানটি।
গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার নিজেই। আজই আসিফ আকবরের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং হবে বলে জানান তিনি।
প্রতীক্ষিত এই গানটি খুব শিগগিরই প্রকাশ পাবে বলে আশা প্রকাশ করেছেন দুজনেই। আসিফ–মিল্টন জুটির ঘরে ফেরা গান আবারও শ্রোতাদের হৃদয় স্পর্শ করবে এমনটাই প্রত্যাশা তাদের।
এলআইএ/এমএস