সুইজারল্যান্ডের দক্ষিণাঞ্চলের ওয়ালিস অঞ্চলে একটি বড় হিমবাহ ধসে পড়েছে। দেশটির কর্তৃপক্ষ এ ঘটনার পর বন্যার ঝুঁকি পর্যবেক্ষণ করছে।
বুধবার (২৮ মে) বিশাল আকারের বার্চ হিমবাহ ধসে প্রচুর পরিমাণ পাথর, বরফ ও মাটি উপত্যকার নিচের দিকে ধেয়ে আসে, যা পুরো ব্লাটেন গ্রামটিকে প্রায় ধ্বংস করে দেয়। ওই গ্রামে আগে প্রায় ৩০০ মানুষ বসবাস করতো। তাদের গত সপ্তাহেই সতর্কতামূলকভাবে সরিয়ে নেওয়া হয়।
কর্তৃপক্ষ জানায়, এখনো এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন এবং ধারণা করা হচ্ছে তিনি দুর্ঘটনার সময় ক্ষতিগ্রস্ত এলাকায় ছিলেন।
বৃহস্পতিবার সুইস কর্তৃপক্ষ জানায়, দুই কিলোমিটারজুড়ে বিস্তৃত ধ্বংসাবশেষের স্তূপ লোনজা নদীর প্রবাহ বাধাগ্রস্ত করেছে।
সুইস সামরিক নিরাপত্তা কর্মকর্তা অ্যান্তোয়ান জাকোয়ড বলেন, বরফের স্তূপ আটকে গিয়ে নিচের উপত্যকায় ভয়াবহ বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা রাফায়েল মায়োরাজ বলেন, এটা যেন এক বিশাল পাহাড়ের মতো, যা পেছনে একটি ছোট হ্রদ তৈরি করেছে এবং সেটি ধীরে ধীরে বড় হচ্ছে।
তবে বরফ ও ধ্বংসাবশেষের কারণে সৃষ্ট চাপের পানি গ্রহণ করার জন্য আগেই ব্যবস্থা নেওয়া হয়েছিল।
তবে বাঁধের পানি উপচে পড়লে, পুরো উপত্যকা পুনরায় খালি করে ফেলা হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
সূত্র: এএফপি
এমএসএম