কোরবানির ঈদ সামনে রেখে দেশজুড়ে জমে উঠেছে প্রস্তুতি। এরই মধ্যে পাবনার সাঁথিয়া উপজেলায় আলোচনায় এসেছে দুটি বিশালাকার গরু—‘কালা মানিক’ ও ‘রাজা বাবু’। এদের প্রতিটির ওজন প্রায় ৩২ মণ করে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলার ইকরজানা গ্রামের বাসিন্দা আনিসুর প্রায় তিন বছর ধরে শখের বসে লালন-পালন করছেন গরু দুটি।
ফ্রিজিয়ান ক্রস ও শাহিওয়াল ক্রস জাতের এই গরু দুটি লম্বায় ও উচ্চতায় ছয় ফুটেরও বেশি। একেকটির... বিস্তারিত