বিশেষ ছাড়ে জমজমাট ‘প্রাণ’ প্যাভিলিয়ন
প্রতি বছরের মতো এবারও বিশেষ ছাড় ও শতাধিক নতুন পণ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬ এ অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘প্রাণ’। ঢাকার পূর্বাচলে আয়োজিত এ মেলায় এক হাজারের বেশি পণ্যের সমাহারে সাজানো হয়েছে ‘প্রাণ’-এর ১০টি প্যাভিলিয়ন ও স্টল। মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি দর্শনার্থীদের জন্য দিচ্ছে সর্বোচ্চ ৩৩ শতাংশ পর্যন্ত ছাড়। সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের ১৫০টি অফার প্যাকেজ দেওয়া হচ্ছে। এছাড়া শতাধিক নতুন পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বিস্কুট ও বেকারি, মসলা, দুগ্ধজাত ও ফ্রোজেন খাবার, কোমল পানীয়, নুডলস ও চকলেট। মেলায় প্রবেশ পথের ডান পাশে দর্শনার্থীদের নজর কাড়ছে জনপ্রিয় বিস্কুট ব্র্যান্ড-বিস্ক ক্লাবের প্যাভিলিয়ন। এখানে বিস্কুট ও ‘অলটাইম’ ব্র্যান্ডের বিভিন্ন বেকারি পণ্য প্রদর্শন করা হচ্ছে। সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের ২৭টির বেশি আকর্ষণীয় অফার প্যাকেজসহ বিভিন্ন পণ্যে মূল্যছাড় দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রাণ-এর সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. আলী হাসান বলেন, দর্শনার্থীর
প্রতি বছরের মতো এবারও বিশেষ ছাড় ও শতাধিক নতুন পণ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬ এ অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘প্রাণ’। ঢাকার পূর্বাচলে আয়োজিত এ মেলায় এক হাজারের বেশি পণ্যের সমাহারে সাজানো হয়েছে ‘প্রাণ’-এর ১০টি প্যাভিলিয়ন ও স্টল।
মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি দর্শনার্থীদের জন্য দিচ্ছে সর্বোচ্চ ৩৩ শতাংশ পর্যন্ত ছাড়। সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের ১৫০টি অফার প্যাকেজ দেওয়া হচ্ছে। এছাড়া শতাধিক নতুন পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বিস্কুট ও বেকারি, মসলা, দুগ্ধজাত ও ফ্রোজেন খাবার, কোমল পানীয়, নুডলস ও চকলেট।
মেলায় প্রবেশ পথের ডান পাশে দর্শনার্থীদের নজর কাড়ছে জনপ্রিয় বিস্কুট ব্র্যান্ড-বিস্ক ক্লাবের প্যাভিলিয়ন। এখানে বিস্কুট ও ‘অলটাইম’ ব্র্যান্ডের বিভিন্ন বেকারি পণ্য প্রদর্শন করা হচ্ছে। সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের ২৭টির বেশি আকর্ষণীয় অফার প্যাকেজসহ বিভিন্ন পণ্যে মূল্যছাড় দেওয়া হচ্ছে।
এ বিষয়ে প্রাণ-এর সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. আলী হাসান বলেন, দর্শনার্থীরা যেন একই ছাদের নিচ থেকে ‘প্রাণ’-এর সব পণ্য সম্পর্কে ধারণা পেতে পারে, সেজন্য আমরা ‘প্রাণ’ নামে একটি প্রিমিয়ার প্যাভিলিয়ন করেছি। মেলায় প্রবেশ করলে উত্তরদিকে মূল ভবনের ঠিক পেছনে ২,৫০০ বর্গফুটের বিশাল এই প্যাভিলিয়নে হাজারের অধিক পণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলা উপলক্ষে এই প্যাভিলিয়নে দর্শনার্থীরা ‘প্রাণ’-এর সকল পণ্য অন্তত ১০ শতাংশ ছাড়ে পাচ্ছেন।
মেলায় প্রাণ-এর অন্যতম আকর্ষণ জনপ্রিয় নুডলস ব্র্যান্ড ‘মি. নুডলস’-এর ১০ নম্বর প্যাভিলিয়নটি। কোরিয়ান স্টাইলের দৃষ্টিনন্দন এই প্যাভিলিয়ন থেকে দর্শনার্থীরা ১০টি ভিন্ন স্বাদের নুডলসের ওপর বিশেষ অফার পাচ্ছেন। ১৪০০ টাকা মূল্যের পণ্য কার্গো বক্সে বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে মাত্র ১ হাজার টাকায়। এছাড়া এই প্যাভিলিয়ন থেকে দর্শনার্থীরা ‘ইন্সট্যান্ট কাপ নুডুলস’ উপভোগের সুযোগ পাচ্ছেন।
মেলায় আগত দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় অফারে বিভিন্ন খাবারের ব্যবস্থা রয়েছে প্রাণের জনপ্রিয় ফাস্টফুড ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’ ও ‘ফ্রাই বাকেট’, মিষ্টান্ন ব্র্যান্ড ‘মিঠাই’ এবং ফ্রোজেন আইটেমের ব্র্যান্ড ‘ঝটপট’-এর স্টলে।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, নতুন পণ্য ও সেবা মানুষের সামনে তুলে ধরার জন্য বাণিজ্য মেলা একটি দারুণ প্ল্যাটফর্ম। এবারও আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য নিয়ে অংশ নিয়েছি। বিশেষ অফার ও প্যাকেজের কারণে ভালো সাড়া পাচ্ছি।
What's Your Reaction?