বিশেষ বিসিএসের জন্য বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি

3 months ago 9

সরকার বিশেষ বিসিএস আয়োজনের লক্ষ্যে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা ২০১৪’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে। 

মঙ্গলবার রাতে (২৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সম্পর্কিত গেজেট প্রকাশ করে।

জানা গেছে, আসন্ন ৪৮তম বিসিএস একটি বিশেষ বিসিএস হবে এবং এই বিশেষ বিসিএস আয়োজনের জন্যই বিধিমালা সংশোধন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষা ক্যাডারে ৬৮৩ প্রভাষক এবং স্বাস্থ্য ক্যাডারে ৩ হাজার ৩০ চিকিৎসককে এন্ট্রি পদে নিয়োগের জন্য বিশেষ বিসিএস আয়োজনের জন্য সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) জানানো হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবেই বিধিমালা সংশোধন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০০৬ সালে ২৬তম বিশেষ বিসিএসের মাধ্যমে ১ হাজার ৪৭ জন প্রভাষক নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে সাধারণ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হলেও শিক্ষার জন্য আলাদা কোনো বিশেষ বিসিএস আয়োজন করা হয়নি। তবে, বিশেষ ৩৯তম ও ৪২তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।

Read Entire Article