বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু

1 month ago 27

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৩৭ মিনিটে শুরু হওয়া এ মোনাজাতে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নিয়েছেন।

মোনাজাত পরিচালনা করছেন মাওলানা ইউসুফ বিন সাদ। তার দোয়া বাংলায় অনুবাদ করছেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।

এর আগে, রোববার ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির মাওলানা মোরসালিন। তার বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা আজিম উদ্দিন। পরে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় হেদায়েতি বয়ান। এ বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ।
এদিকে, দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মুসল্লি ইজতেমার ময়দানে এসে উপস্থিত হয়েছেন। তারা সারারাত ইজতেমা মাঠে অবস্থান করেছেন এবং শেষ মুহূর্তের আমল ও মোনাজাতে শামিল হয়েছেন।

ময়মনসিংহ থেকে আসা মুসল্লি আব্দুল করিম বলেন, আমি প্রতিবছর বিশ্ব ইজতেমায় আসার চেষ্টা করি। এখানে এসে আল্লাহর কাছে দোয়া করলে মনটা শান্তি পায়। আখেরি মোনাজাতে অংশ নিতে পেরে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে।

নারায়ণগঞ্জের মুসল্লি মাহমুদুল হাসান বলেন, বিশ্ব ইজতেমা আমাদের জন্য এক বিশেষ নেয়ামত। এখানে এসে দোয়া করলে মনে হয় আল্লাহ আমাদের কবুল করছেন। আমরা দোয়া করেছি যেন আমাদের দেশ-জাতি শান্তিতে থাকে।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের এ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

Read Entire Article