চীনের আনহুই প্রদেশের হফেই শহরের এক প্রযুক্তি প্রতিষ্ঠান তৈরি করেছে অভিনব রোবট ব্যান্ড। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেইজিংয়ে অনুষ্ঠিতব্য বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো দর্শকের সামনে পরিবেশনা দেবে এই রোবট শিল্পীরা।
পাঁচ সদস্যের এই ব্যান্ডে রয়েছে কি-বোর্ডিস্ট, লিড গিটারিস্ট, ড্রামার ও দুই গিটারিস্ট—সকলেই রোবট। নোটেশন বুক বা ভুল করার কোনো ঝুঁকি নেই; সব পরিবেশনা... বিস্তারিত