বিশ্বকাপ ঘিরে ভবিষ্যৎ পদক্ষেপ কী, সাফ জানিয়ে দিল বিসিবি

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে উত্তাপ দেশের ক্রীড়াঙ্গন। বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে ভারতের এমন আচরণ মেনে নিতে পারেনি বাংলাদেশের কেউ। বিসিবিও তাদের অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে সাফ জানিয়ে দিয়েছে, নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আইসিসির কাছে মেইলও করেছিল বিসিবি। এরই মধ্যে পেয়েছে সেই মেইলের জবাবও। আইসিসি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। চলমান অবস্থায় আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে রয়েছে সংশয়। এমতাবস্থায় ভবিষ্যৎ পদক্ষেপ কী হবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি।  বিসিবি লেখে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে অটল রয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সফল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিসিবি আইসিসি ও সংশ্

বিশ্বকাপ ঘিরে ভবিষ্যৎ পদক্ষেপ কী, সাফ জানিয়ে দিল বিসিবি
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে উত্তাপ দেশের ক্রীড়াঙ্গন। বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে ভারতের এমন আচরণ মেনে নিতে পারেনি বাংলাদেশের কেউ। বিসিবিও তাদের অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে সাফ জানিয়ে দিয়েছে, নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আইসিসির কাছে মেইলও করেছিল বিসিবি। এরই মধ্যে পেয়েছে সেই মেইলের জবাবও। আইসিসি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। চলমান অবস্থায় আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে রয়েছে সংশয়। এমতাবস্থায় ভবিষ্যৎ পদক্ষেপ কী হবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি।  বিসিবি লেখে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে অটল রয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সফল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিসিবি আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক উপায়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে, যেন সন্তোষজনক ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা সম্ভব হয়।’ ইএসপিএনক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। তবে বিসিবি স্পষ্ট করে জানিয়েছে, এমন দাবি পুরোপুরি ভিত্তিহীন।  বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কিছু গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে বলা হচ্ছে, বোর্ডকে এই বিষয়ে “আলটিমেটাম” দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে, এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরনের সঙ্গে এ ধরনের খবরের কোনো মিল নেই।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow