বিশ্বকাপ জয় এখন আমাদের কাছে অতীত: স্কালোনি

4 months ago 38

বহু বছর ধরে আর্জেন্টিনা অপেক্ষায় ছিল একটি শিরোপার জন্য। কিছুতেই মিলছিল না সেই আরাধ্য ট্রফি। ২০২০ সালে এসে শেষ হয় অপেক্ষার পালা। কোপা আমেরিকা জয় দিয়ে শুরু, এরপর ফাইনালেসিমা, ২০২২ সালে এসে আলবিসেলেস্তেরা জয় করে বিশ্বকাপও।

বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম বড় কোনো টুর্নামেন্ট খেলতে নামছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকায় তারা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। এই টুর্নামেন্টে নামার আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি কথা বলেছেন তাদের অর্জন নিয়ে।

তিনি বলেন, ‘বিশ্বকাপসহ আমরা যা কিছু অর্জন করেছি, তা সুন্দর; কিন্তু এটা এখন অতীত। আমাদের বর্তমান নিয়ে ভাবতে হবে। আমি এমন খেলোয়াড়দেরই নিয়েছি যাদের আমার কাছে এই মুহূর্তে সেরা মনে হয়েছে। আমি সবসময়ই তাই করি।’

‘এটা আমাদের জন্য কঠিন একটা কোপা আমেরিকা হতে যাচ্ছে বরাবরের মতো। আমরা তৈরি আছি, যা আসছে সেটির জন্য। আমরা ভালো করছি, পরিষ্কার ধারণা আছে সবকিছু নিয়ে, এই টুর্নামেন্ট কতটা কঠিন জানি। শিরোপা জয়ের বাইরেও আমরা অনেক উপভোগ করেছি।’

কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। তাদের নিয়ে স্কালোনি বলেন, ‘কানাডা খুব ভালো দল। তাদের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় আছে আর একজন নতুন কোচ আছে, যিনি নতুন আইডিয়া নিয়ে এসেছেন। তারা খুব জটিল প্রতিপক্ষ; কিন্তু আমরা আমাদের নিজের খেলা খেলতে তৈরি আছি।’

আইএইচএস/

Read Entire Article