বিশ্বকাপ জয়ের পরই বিয়ের পিঁড়িতে বসবেন রোনালদো!

2 hours ago 8
পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো সব সময়ই ছিলেন আলাদা। মাঠে যেমন নিখুঁত সময়জ্ঞান, জীবনের ক্ষেত্রেও যেন তার পরিকল্পনা তেমনই সূক্ষ্ম। এবার তার জীবনের দুই দিক—ভালোবাসা আর ফুটবল—এক সুতোয় বাঁধতে চলেছেন তিনি। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে রোনালদোর চোখে এখন দুটো স্বপ্ন একসাথে—শেষবারের মতো ট্রফি জেতা এবং দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করা। প্রেম আর উচ্চাকাঙ্ক্ষার এই গল্পটা যেন কেবল তারই মতো কেউ লিখতে পারে। রোনালদো সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জর্জিনাকে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্তটা হঠাৎ নয়, বরং পরিবারের অংশগ্রহণে ভরা এক আবেগঘন মুহূর্ত থেকে এসেছে। তাদের সন্তানরাই একদিন সরাসরি জিজ্ঞেস করেছিল, “বাবা, তুমি কবে মা’কে আংটি দেবে?”—প্রশ্নটা যেন রোনালদোর হৃদয়ে সোজা গিয়ে লাগে। এর পরই শুরু হয় জীবনের নতুন অধ্যায়। ২০২৫ সালের আগস্টে জর্জিনা ইনস্টাগ্রামে পোস্ট দেন—হাতে ৩৫ ক্যারেটের হীরার আংটি, যার দাম প্রায় ৫০ লাখ ডলার। ক্যাপশনটি ছিল আরও হৃদয়ছোঁয়া—“হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, পরের জীবনেও।” তবে রোনালদোর গল্প কখনও শুধু ভালোবাসায় থেমে থাকেনি। বিয়ের দিনটিও তিনি বেছে নিতে চান ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের সঙ্গে মেলানো কোনো তারিখে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের পরই হবে বিয়ে—সেই প্রতীক্ষিত ট্রফিটি হাতে নিয়েই। “আমরা ভাবছি, বিশ্বকাপের পরই করব... ট্রফিটা নিয়েই,” বলেন তিনি আত্মবিশ্বাসে ভরপুর কণ্ঠে। যদি পরিকল্পনাটি বাস্তবায়ন হয়, তবে এটি হবে রোনালদোর দুই দশকের এক প্রতীকী যাত্রার নিখুঁত পরিসমাপ্তি—একদিকে মাঠে সম্ভাব্য শেষ বিশ্বকাপের লড়াই, অন্যদিকে জীবনের সবচেয়ে সুন্দর বন্ধনের সূচনা।
Read Entire Article