বিশ্বকাপ বাছাইয়ে কবে নামছে বাংলাদেশ, কারা প্রতিপক্ষ—জানাল আইসিসি

২০২৬ আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেতে নেপালে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সূচি অনুযায়ী, ১০ দলের এই বাছাই পর্বে গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ বাছাই অভিযান। আগামী জুন–জুলাইয়ে ইংল্যান্ডে বসবে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। স্বাগতিক ইংল্যান্ডসহ ইতোমধ্যে আটটি দল মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। নেপালে অনুষ্ঠিত বাছাই টুর্নামেন্ট থেকে বাকি চারটি দল চূড়ান্ত হবে। গ্রুপ বিন্যাস ও বাংলাদেশের প্রতিপক্ষ বাছাইপর্বে দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’: বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, নামিবিয়া ও পাপুয়া নিউগিনি গ্রুপ ‘বি’: নেপাল, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল উঠবে সুপার সিক্সে। সেখানে এক গ্রুপের দলগুলো অন্য গ্রুপ থেকে আসা তিন দলের বিপক্ষে খেলবে। সুপার সিক্স পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল পাবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। ভেন্যু ও প্রস্তুতি বাছাইয়ের

বিশ্বকাপ বাছাইয়ে কবে নামছে বাংলাদেশ, কারা প্রতিপক্ষ—জানাল আইসিসি
২০২৬ আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেতে নেপালে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সূচি অনুযায়ী, ১০ দলের এই বাছাই পর্বে গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ বাছাই অভিযান। আগামী জুন–জুলাইয়ে ইংল্যান্ডে বসবে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। স্বাগতিক ইংল্যান্ডসহ ইতোমধ্যে আটটি দল মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। নেপালে অনুষ্ঠিত বাছাই টুর্নামেন্ট থেকে বাকি চারটি দল চূড়ান্ত হবে। গ্রুপ বিন্যাস ও বাংলাদেশের প্রতিপক্ষ বাছাইপর্বে দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’: বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, নামিবিয়া ও পাপুয়া নিউগিনি গ্রুপ ‘বি’: নেপাল, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল উঠবে সুপার সিক্সে। সেখানে এক গ্রুপের দলগুলো অন্য গ্রুপ থেকে আসা তিন দলের বিপক্ষে খেলবে। সুপার সিক্স পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল পাবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। ভেন্যু ও প্রস্তুতি বাছাইয়ের সব ম্যাচ অনুষ্ঠিত হবে নেপালের দুই মাঠে— কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী দল নেদারল্যান্ডস ও থাইল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে। বিশ্বকাপের মঞ্চে ফেরার স্বপ্ন সামনে রেখে নেপালের বাছাই পর্বে বাংলাদেশ নারী দলের এই অভিযান তাই বেশ গুরুত্বপূর্ণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow