বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বে ৬ ‘হাইভোল্টেজ’ ম্যাচ, কবে কখন

২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ফিফা। ইতোমধ্যেই সমর্থকরা জেনে গিয়েছে কোন দল কবে কার বিপক্ষে মাঠে নামবে। এবারের বিশ্বকাপ ৪৮ দলের হওয়ায় গ্রুপ পর্বে খুব বেশি উত্তেজনাপূর্ণ ম্যাচ নেই। তবে এমন ৬টি ‘হাইভোল্টেজ’ ম্যাচ রয়েছে যেগুলো মিস করা একদমই উচিত হবে না। সেই ৬টি ম্যাচের দিন তারিখ আগেই টুকে রাখতে পারেন ক্যালেন্ডারে। গ্রুপ পর্বের ৬ ‘হাইভোল্টেজ’ ম্যাচ  স্পেন-উরুগুয়ে: আসন্ন বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে পড়েছে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন-উরুগুয়ে।  লুইস দে লা ফুয়েন্তের দলের দৃষ্টিনন্দন, পাসিং ফুটবলের বিপরীতে উরুগুয়ের সেই চিরচেনা ‘চ্যারুয়া গ্রিট’ বা লড়াকু মনোভাব। এমন এক ম্যাচ, যা ভরপুর বিনোদনের আভাস দিচ্ছে। ইংল্যান্ড-ক্রোয়েশিয়া: এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। গ্রুপ পর্বে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ক্রোয়েশিয়াকে। ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়াটরা তৃতীয় হয়েছিল। ইংল্যান্ডের পথটা কঠিন করে তুলতে পারে এই একটা ম্যাচই। ব্রাজিল-মরক্কো: ২০২২ বিশ্বকাপে চমক দেখানো মরক্কোকে গ্রুপ পর্বে সামাল দিতে হবে ব্রাজিলকে। সাম্প্রতিক সময়ে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না পাঁচবারের বিশ

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বে ৬ ‘হাইভোল্টেজ’ ম্যাচ, কবে কখন
২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ফিফা। ইতোমধ্যেই সমর্থকরা জেনে গিয়েছে কোন দল কবে কার বিপক্ষে মাঠে নামবে। এবারের বিশ্বকাপ ৪৮ দলের হওয়ায় গ্রুপ পর্বে খুব বেশি উত্তেজনাপূর্ণ ম্যাচ নেই। তবে এমন ৬টি ‘হাইভোল্টেজ’ ম্যাচ রয়েছে যেগুলো মিস করা একদমই উচিত হবে না। সেই ৬টি ম্যাচের দিন তারিখ আগেই টুকে রাখতে পারেন ক্যালেন্ডারে। গ্রুপ পর্বের ৬ ‘হাইভোল্টেজ’ ম্যাচ  স্পেন-উরুগুয়ে: আসন্ন বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে পড়েছে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন-উরুগুয়ে।  লুইস দে লা ফুয়েন্তের দলের দৃষ্টিনন্দন, পাসিং ফুটবলের বিপরীতে উরুগুয়ের সেই চিরচেনা ‘চ্যারুয়া গ্রিট’ বা লড়াকু মনোভাব। এমন এক ম্যাচ, যা ভরপুর বিনোদনের আভাস দিচ্ছে। ইংল্যান্ড-ক্রোয়েশিয়া: এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। গ্রুপ পর্বে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ক্রোয়েশিয়াকে। ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়াটরা তৃতীয় হয়েছিল। ইংল্যান্ডের পথটা কঠিন করে তুলতে পারে এই একটা ম্যাচই। ব্রাজিল-মরক্কো: ২০২২ বিশ্বকাপে চমক দেখানো মরক্কোকে গ্রুপ পর্বে সামাল দিতে হবে ব্রাজিলকে। সাম্প্রতিক সময়ে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে দুই দলের লড়াই নিঃসন্দেহে বাড়তি উন্মাদনা তৈরি করবে সমর্থকদের মধ্যে।  পর্তুগাল-কলম্বিয়া:  গ্রুপ ‘কে’-তে রয়েছে রোনালদোর পর্তুগাল ও রদ্রিগেজের কলম্বিয়া। দুজনেরই সম্ভবত এটা শেষ বিশ্বকাপ। দুই জাদুকরের দ্বৈরথ কেমন হয়, সেটা দেখার অপেক্ষা করতেই হচ্ছে। ফ্রান্স-নরওয়ে:  ‘আই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স বনাম নরওয়ে। এই ম্যাচে সবার নজর থাকবে দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের ওপর। নিজ দেশের জার্সিতে তারা বিশ্ব মঞ্চে কেমন করে সেটি দেখার জন্য হলেও ফুটবল সমর্থকদের বাড়তি নজর থাকবে এই ম্যাচে।  ফ্রান্স-সেনেগাল: বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় অঘটনের সঙ্গে এই দুই দলের নাম জড়িত। ২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল সেনেগাল। ২৪ বছর পর সেই হারের বদলা নেওয়ার সুযোগ ফ্রান্সের সামনে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow