বিশ্বকাপজয়ী ফরাসি তারকার সঙ্গে ফুটবল খেলছেন মেসির বডিগার্ড

1 month ago 27

লিওনেল মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির আপাতত কোনো খেলা নেই। তাই মেসি থেকে শুরু করে মায়ামির প্রায় সব ফুটবলাররাই এখন ছুটিতে। মেসি তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। মেসির সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তার বডিগার্ড ইয়াসিন চেইকো। তবে মজার একটা বিষয় এড়ায়নি ফুটবল ভক্তদের চোখ থেকে। মেসির বডিগার্ডকে দেখা গিয়েছে ফুটবলে ব্যস্ত সময় পার করতে। তাও আবার প্রোফেশনাল ফুটবলারের সঙ্গে।
 
সম্প্রতি মেসির বডিগার্ড ইয়াসিন চেইকো ও ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবাকে দেখা গেছে একসঙ্গে ফুটবল খেলতে। তবে এটা কোনো ম্যাচ ছিল না, ফুটবল নিয়ে এই দুইজন একটু কাড়িকুড়ি করছিলেন একে অপরের সঙ্গে। আর সেই ভিডিও ই মুহুর্তের মধ্যে ভাইরাল নেট দুনিয়ায়।
 
ভিডিওতে দেখা যায় পল পগবা চেইকোর সঙ্গে ড্রিবলিং করছেন আর সেখানে মেসির বডিগার্ডের কাছে অনেকটা হার মানছেন। ভিডিওর এক পর্যায়ে পগবা মেসির বডিগার্ডকে লংপাস দেন এবং দেখা যায় সেই পাস দুর্দান্তভাবে কন্ট্রোল করে ভলিতে পোস্টে জড়ান। দেখে মনে হবে যেন একজন প্রোফেশনাল ফুটবলার মেসির বডিগার্ড ইয়াসিন চেইকো।

মেসির বডিগার্ড ইয়াসিন চেইকো ও পল পগবার ভিডিওতে স্পস্ট বোঝা যাচ্ছে যে দুজনের সখ্যতা দুর্দান্ত। এক পর্যায়ে তো পগবাকে কাঁধে করে ঘোরা শুরু করে দেন চেইকো। খুনসুটিটা যেন জমেই গিয়েছিল দুজনের।

ইন্টার মায়ামিতে আসার পর থেকেই ইয়াসিন চেইকো মেসির বডিগার্ড হিসেবে কাজ করছেন। তাকে মেসির জন্য অ্যাপোয়েন্ট করেছেন ইন্টার মায়অমির মালিক ডেভিড বেকহাম। মূলত ম্যাচ চলাকালীন ও ম্যাচের বাইরে মেসিকে সেফটি দেয়াই চেইকোর কাজ। 

মেসির বডিগার্ড আমেরিকার একজন সাবেক সেনা সদস্য। শুধু তাই না তিনি এমএমএ ফাইটারও। বেশকিছু এমএমএতে অংশ নিয়েছেন চেইকো। এছাড়া আফগানিস্তান ও ইরাকে নেভি সিল হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে মেসির বডিগার্ডের। 

চেইকো ও বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবার এই ভিডিও দেখে হয়তো মেসির ভক্তরা খুশিই হয়েছেন। তবে হয়তো এই জায়গাটায় মেসিকে দেখা গেলে কিংবা থাকলে দৃশ্যটা আরও সুন্দর হতে পারতো। হয়তো লিও মেসি এর আশপাশেই ছিলেন তবে ক্যামেরাবন্দী হলে বিষয়টা মন্দ হতো না। এমনটা হলে এতক্ষণে বিষয়টা পুরো পৃথিবী ছড়িয়ে যেতে পারতো।

Read Entire Article