‘বিশ্বকাপে আলাদা হার্দিক পান্ডিয়াকে দেখা যাবে’

4 months ago 54

সবশেষ আইপিএলটা একদমই ভালো কাটেনি হার্দিক পান্ডিয়ার। রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পেয়েছিলেন, তবে এ নিয়ে পড়েছিলেন সমালোচনার মুখে। গুজরাট টাইটান্সের ছেড়ে তার মুম্বাইয়ে যোগ দেওয়া নিয়েই কথা হয়েছে অনেক। শেষ অবধি এবার প্লে অফেও যেতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স।

ব্যাট হাতেও একেবারেই ভালো পারফরম্যান্স ছিল না পান্ডিয়ার। তবুও তার প্রতি আস্থা রেখেছে ভারতীয় টিম ম্যানেজম্যান্ট, এমনকি করা হয়েছে সহ-অধিনায়কও। আইপিএল ভালো না কাটলেও বিশ্বকাপে দেখা যাবে আলাদা পান্ডিয়াকে, এমন মনে করেন সাবেক ক্যারিবীয় ক্রিকেটার ও তারকা ধারাভাষ্যকার ইয়ান বিশপ। আইপিএলের ঘটনাগুলোতেও হার্দিকের কোনো দোষ খুঁজে পাননি তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসকে এক সাক্ষাৎকারে ইয়ান বিশপ বলেছেন, ‘আমি মনে করি পান্ডিয়ার ব্যক্তিত্ব খুব শক্তিশালী। দলের বাকিরা নিশ্চয়ই এই কঠিন সময়ে ওর পাশে ছিল এবং থাকবে। আইপিএলেও যা সহ্য করেছে হার্দিক, তাতে নিশ্চিত সবাই তার পাশে থাকবেই। অনেক কিছুই ওর হাতে ছিল না।’

‘তবুও তাকে অনেক কথা শুনতে হয়েছে। আর আমি মনে করি, দর্শকদের কাছে খুব খারাপ কথা শুনতে হয়েছে। অনেক সময়েই বিনা কারণে শুনতে হয়েছে। আমি আশা করেছিলাম, সমর্থকরা একটু বুঝবে বিষয়টা, অন্য রকম ভাবে অ্যাপ্রোচ করবে। তবে এটাও ঠিক, ওদের অধিকার রয়েছে যা দেখছে, সেই বিষয়ে মতামত দেওয়ার। তবে আমি এটাই মনে করি, দিনের শেষে তোমাকে লড়াইতে টিকে থাকতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফিরে আসার বার্তাও ইতোমধ্যে দিয়েছেন হার্দিক। ২ চার ৪ ছক্কায় ২৩ বলে ৪০ রান করেন ব্যাট হাতে, পরে বল হাতেও একটি উইকেট নেন। এবারের বিশ্বকাপে আলাদা পারফরম্যান্স করবেন হার্দিক, এমন আশাও করেছেন বিশপ।

তিনি বলেন, ‘অনেক সময় জীবন আপনাকে এই কঠিন সময়ের মধ্যে দিয়ে নিয়ে যায়। তবে আমি মনে করি, এই সময়ে আপনাকে মাঠে টিকে থাকতে হবে। তাহলেই সাফল্য আসবে‌। হার্দিক সেটা করেছে। আর আমি তাই মনে করি, আইপিএলের পারফরম্যান্স অতীত, বিশ্বকাপে হার্দিক ভালো পারফরম্যান্স করবে।’

আইএইচএস/এএসএম

Read Entire Article