বিশ্বকাপে দেশকে মিস করব : মিশা সওদাগর
আসন্ন ক্রিকেট বিশ্বকাপ ঘিরে যখন সারা দেশে উত্তেজনা আর উন্মাদনা, ঠিক তখনই ব্যক্তিগত ব্যস্ততার কারণে দেশ ছাড়তে হচ্ছে জনপ্রিয় অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগরকে। আর সে কারণেই বিশ্বকাপের সময় দেশকে মিস করতে হবে— এমন কথাই জানালেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিশা সওদাগর বলেন, বিশ্বকাপ মানেই বাংলাদেশের মানুষের জন্য আলাদা এক আবেগ। গ্যালারিতে বসে বা পরিবারের সঙ্গে খেলা দেখার আনন্দ তিনি নিজেও উপভোগ করেন। তবে এবার কাজের প্রয়োজনে দেশের বাইরে থাকতে হবে বলে সেই অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছেন। মিশা সওদাগরের ভাষায়, “বিশ্বকাপ এলেই দেশের একটা আলাদা পরিবেশ তৈরি হয়। রাস্তাঘাট, বাসা-বাড়ি— সবখানেই ক্রিকেটের কথা। এবার সেটা খুব মিস করব। দেশের বাইরে থাকলেও মনটা থাকবে বাংলাদেশের সাথেই।” তিনি আরও বলেন, খেলা দেখা যাবে প্রযুক্তির কল্যাণে, কিন্তু দেশের মানুষের সঙ্গে একসঙ্গে জয়-পরাজয়ের আবেগ ভাগাভাগি করার অনুভূতির কোনো বিকল্প নেই। বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের জাতীয় দল নিয়ে আশাবাদী মিশা সওদাগর। তার মতে, দলটি ভালো পারফরম্যান্স করলে দেশের মানুষের মুখে হাসি
আসন্ন ক্রিকেট বিশ্বকাপ ঘিরে যখন সারা দেশে উত্তেজনা আর উন্মাদনা, ঠিক তখনই ব্যক্তিগত ব্যস্ততার কারণে দেশ ছাড়তে হচ্ছে জনপ্রিয় অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগরকে। আর সে কারণেই বিশ্বকাপের সময় দেশকে মিস করতে হবে— এমন কথাই জানালেন তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিশা সওদাগর বলেন, বিশ্বকাপ মানেই বাংলাদেশের মানুষের জন্য আলাদা এক আবেগ। গ্যালারিতে বসে বা পরিবারের সঙ্গে খেলা দেখার আনন্দ তিনি নিজেও উপভোগ করেন। তবে এবার কাজের প্রয়োজনে দেশের বাইরে থাকতে হবে বলে সেই অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছেন।
মিশা সওদাগরের ভাষায়, “বিশ্বকাপ এলেই দেশের একটা আলাদা পরিবেশ তৈরি হয়। রাস্তাঘাট, বাসা-বাড়ি— সবখানেই ক্রিকেটের কথা। এবার সেটা খুব মিস করব। দেশের বাইরে থাকলেও মনটা থাকবে বাংলাদেশের সাথেই।”
তিনি আরও বলেন, খেলা দেখা যাবে প্রযুক্তির কল্যাণে, কিন্তু দেশের মানুষের সঙ্গে একসঙ্গে জয়-পরাজয়ের আবেগ ভাগাভাগি করার অনুভূতির কোনো বিকল্প নেই। বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের জাতীয় দল নিয়ে আশাবাদী মিশা সওদাগর।
তার মতে, দলটি ভালো পারফরম্যান্স করলে দেশের মানুষের মুখে হাসি ফুটবে, আর সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি।
চলচ্চিত্রের পর্দায় দীর্ঘদিন ধরে শক্তিশালী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত মিশা সওদাগর বাস্তব জীবনেও দেশের প্রতি তার আবেগের কথা বারবার প্রকাশ করেছেন। বিশ্বকাপের সময় দেশের বাইরে থাকলেও, দেশের ক্রিকেট ও দর্শকদের ভালোবাসা যে তাকে টানবে— তা বলাই যায়।
What's Your Reaction?