বিশ্বকাপে বাংলাদেশ কি ওয়াকওভার দেবে, যা জানালেন বিসিবি পরিচালক

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন। বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে ভারতের এমন আচরণ মেনে নিতে পারেনি বাংলাদেশের কেউ। বিসিবিও তাদের অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে সাফ জানিয়ে দিয়েছে, নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছেন কেন বাংলাদেশ দল ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে ওয়াকওভার দেওয়ার মতো কাজ হোক, তা চান না তিনি। অর্থাৎ, ওয়াক ওভারের বিপক্ষে অবস্থান এই বিসিবি পরিচালকের। বুধবার (০৭ জানুয়ারি) আসিফ আকবর বলেন, ‘আমরা আমাদের দর্শক, মিডিয়া, সংগঠক ও খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভাবছি। খেলোয়াড়রা ক্রিকেট খেলবে। কিন্তু নিরাপত্তার চিন্তা থাকলে তারা কীভাবে খেলবে? এখন যে কথাবার্তা হচ্ছে, সেখানে একটা বিষয় মনে রাখতে হবে। একবার অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় খেলতে যায়নি। তারা ওয়াকওভার দিয়েছিল। আমরা এমন কোনো অস্বস্তিকর ঘটনা চাই না। আমরা চাই আইসিসি একটা সমাধানে আসুক। যেহেতু ভেন্যু ভারত ও শ্রীলঙ্কা, তাই আমরা শ্রীলঙ্কার পক্ষে থাকতে চাই।’ নিজের বক্তব্যে বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘আমরা

বিশ্বকাপে বাংলাদেশ কি ওয়াকওভার দেবে, যা জানালেন বিসিবি পরিচালক

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন। বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে ভারতের এমন আচরণ মেনে নিতে পারেনি বাংলাদেশের কেউ। বিসিবিও তাদের অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে সাফ জানিয়ে দিয়েছে, নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ।

বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছেন কেন বাংলাদেশ দল ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে ওয়াকওভার দেওয়ার মতো কাজ হোক, তা চান না তিনি। অর্থাৎ, ওয়াক ওভারের বিপক্ষে অবস্থান এই বিসিবি পরিচালকের।

বুধবার (০৭ জানুয়ারি) আসিফ আকবর বলেন, ‘আমরা আমাদের দর্শক, মিডিয়া, সংগঠক ও খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভাবছি। খেলোয়াড়রা ক্রিকেট খেলবে। কিন্তু নিরাপত্তার চিন্তা থাকলে তারা কীভাবে খেলবে? এখন যে কথাবার্তা হচ্ছে, সেখানে একটা বিষয় মনে রাখতে হবে। একবার অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় খেলতে যায়নি। তারা ওয়াকওভার দিয়েছিল। আমরা এমন কোনো অস্বস্তিকর ঘটনা চাই না। আমরা চাই আইসিসি একটা সমাধানে আসুক। যেহেতু ভেন্যু ভারত ও শ্রীলঙ্কা, তাই আমরা শ্রীলঙ্কার পক্ষে থাকতে চাই।’

নিজের বক্তব্যে বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘আমরা নিরাপত্তার কারণে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমাদের মিডিয়া আছে, সমর্থক আছে, সংগঠক আছে এবং তাদের পরিবার আছে। যেখানে একজন বড় খেলোয়াড়ের নিরাপত্তা নিয়েই এত সমস্যা, সেখানে এত মানুষের নিরাপত্তার দায়িত্ব আমরা কীভাবে নেব? সেখানে কোনো দুর্ঘটনা হলে দায় নেবে কে?’

বিকল্প ভেন্যু প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘আমরা ওরকম কোনো অপ্রীতিকর ব্যাপার চাচ্ছি না। আমরা চাচ্ছি আইসিসি একটা সমাধানে আসুক এবং যেহেতু ভেন্যু শ্রীলঙ্কা ও ইন্ডিয়া, আমরা শ্রীলঙ্কাকে ফেভার করতে চাচ্ছি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow